শাহ জাহান আলী মিটনঃ ” আইন মেনে সড়কে চলি, নিরাপদে ঘরে ফিরি” এ প্রতিপাদ্যকে সামনে রেখে
নিরাপদ সড়ক চাই সাতক্ষীরা জেলা শাখার উদ্যোগে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে । শনিবার সকাল সাড়ে ১১টায় পলাপোলস্থ সংগঠনের অস্থায়ী কার্যালয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন দৈনিক দৃষ্টিপাত পত্রিকার সম্পাদক ও প্রকাশক জি এম নুর ইসলাম। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব নজরুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন
বিশিষ্ট সমাজসেবক ডাঃ আবুল কালাম বাবলা,সাতক্ষীরা প্রেসক্লাবের সাধারন সম্পাদক মোহাম্মদ আলী সুজন, সাবেক সভাপতি এড. আবুল কালাম আজাদ,এড. আব্দুল মজিদ, সাপ্তাহিক মুক্ত স্বাধীন পত্রিকার সম্পাদক আবুল কালাম,সাপ্তাহিক সূর্যের আলো পত্রিকার সম্পাদক ও প্রকাশক ওয়ারেশ খান চৌধুরী, শিবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কালাম, সাংবাদিক বীর মুক্তিযোদ্ধা আব্দুল ওয়াজেদ কচি, ইনডিপেনডেন্ট টিভির সাতক্ষীরা প্রতিনিধি আবুল কাশেম।
নিরাপদ সড়ক চাই সাতক্ষীরার জেলা শাখার সাধারণ সম্পাদক ডাঃ এস এম মহিদার রহমানের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তারা বলেন,সড়ক দূর্ঘটনা রোধে অদক্ষ, অপ্রাপ্ত বয়স্ক চালক, সহযোগীদের দিয়ে গাড়ি চালানো বন্ধ করতে সরকারকে আরও কঠোর হতে হবে। এছাড়া সাতক্ষীরার রেললাইন অতিদ্রুত বাস্তবায়ন করার জোর দাবী করেন।
আলোচনা সভা শেষে সড়কে র্যালির মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্ত করা হয়।