ফিরোজ হোসেন, সাতক্ষীরাঃ
বিএনপির দফা এক প্রধান মন্ত্রীর পদত্যাগ। নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে অবাধ সুষ্ট ও নিরপেক্ষ নির্বাচন দিতে হবে। ৪০ লক্ষ নেতা কর্মীর নামে দেড় লক্ষ মামলা। এখনো পর্যন্ত বিএনপির দশদফা দাবীর উপলক্ষে বিভিন্ন জেলায় গণ সমাবেশে সরকারের মদদে পুলিশ বাহিনী হামলা মামলা দিয়ে নির্যাতন চালিয়ে যাচ্ছে। শুক্রবার ২৬ মে বিকাল ৩ টায় সাতক্ষীরা জেলা বিএনপি আয়োজিত শহরের একটি কমিউনিটি সেন্টারে গণতন্ত্র পূর্ণদ্ধার ও ১০ দফা দাবী আদায়ের লক্ষে জন সমাবেশে বিএনপির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু এসব কথা বলেন। সমাবেশে জেলা বিএনপির আহবায়ক এডভোকেট সৈয়দ ইফতেখার আলীর সভাপতিত্বে ও জেলা বিএনপির সদস্য সচিব ইউপি চেয়ারম্যান আব্দুল আলিমের সঞ্চালনায় বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য সাবেক এমপি কাজী আলাউদ্দিন, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ডাঃ শহিদুল আলম, বাগেরহাট জেলা বিএনপির আহবায়ক আব্দুস সালাম, সাতক্ষীরা জেলা বিএনপির যুগ্ম আহবায়ক শেখ তারিকুল হাসান, যুগ্ম আহবায়ক মৃনাল কান্তি, যুগ্ম আহবায়ক হাবিবুর রহমান হবি। এসময় প্রধান অতিথি তার বক্তব্যে আরো বলেন, সাতক্ষীরাসহ সারা দেশে মিথ্যা মামলায় জেল হাজতে থাকা নেতাকর্মীদের মুক্তি দিতে হবে। আমেরিকা বাংলাদেশের উপর নির্বাচন সুষ্ঠু করতে
নতুন ভিসা নীতিমালা ঘোষণা করেছেন।
এসময় উপস্থিত ছিলেন পৌর বিএনপির আহবায়ক মো. শের আলী, আশাশুনি বিএনপির আহবায়ক হেদায়েতুল ইসলাম, শ্যামনগর উপজেলা বিএনপির সভাপতি আব্দুল ওয়াহেদ, স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সহ- আইন বিষয়ক সম্পাদক এডভোকেট শেখ জুলফিকার আলম,জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের কেন্দ্রীয় কমিটির সাবেক সদস্য এডভোকেট এবি এম সেলিম, জেলা শ্রমিক দলের সভাপতি আব্দুস সামাদ, জেলা যুবদলের সভাপতি আবু জাহিদ ডাবলু, জাতীয়তাবাদী মহিলা দলের সভাপতি ফরিদা আক্তার বিউটি, জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক এডভোকেট কামরুজ্জামান ভূট্রো, জেলা কৃষক দলের সভাপতি সালাউদ্দিন লিটন। এসময় জেলা, উপজেলা বিএনপি ও অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।