নুরুজ্জামান, কেশবপুর প্রতিনিধি :
১৭ মার্চ স্বাধীন বাংলাদেশের স্থপতি, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর ১০২ তম জন্মদিন ও জাতীয় শিশু দিবস-২০২২ উদযাপন উপলক্ষে দোয়া মাহফিল, আলোচনা সভা ও শিশুদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার দিনব্যাপী ন্যাশনাল প্রেস সোসাইটি গণমাধ্যম ও মানবাধিকার সংস্থা কেশবপুর উপজেলা শাখার পক্ষ থেকে নানা আয়োজনের মধ্যে দিয়ে দিবসটি পালন করা হয়।
সংগঠনের নানা কর্মসূচির মধ্যে সূর্যোদয়ের সাথে সাথে জাতীয় পতাকা উত্তোলন এবং জাতির পিতা বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করা হয়।
বিকেলে ৫.০০ ঘটিকায় পৌরশহরের সরদার মার্কেট চত্বরে জাতির পিতা বঙ্গবন্ধু’র আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল, বিশেষ মোনাজাত, আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে ন্যাশনাল প্রেস সোসাইটি গণমাধ্যম ও মানবাধিকার সংস্থা কেশবপুর উপজেলা শাখার সভাপতি শামীম আখতার মুকুল এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেশবপুর পৌরসভার মেয়র রফিকুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী মহিলা লীগের সভানেত্রী রাবেয়া ইকবাল, যুব মহিলা লীগের সভানেত্রী মিনু রানী হালদার।
দোয়া মাহফিল পরিচালনা করেন কেশবপুর শিশুসদন (এতিমখানা) ও মারকাজুল উমুল বালিয়াডাঙ্গা মাদ্রাসার শিক্ষক মাওলানা আব্দুস ছাত্তার।
দোয়া মাহফিল অনুষ্ঠান শেষে কেশবপুর শিশুসদন (এতিমখানা) ও মারকাজুল উমুল বালিয়াডাঙ্গা মাদ্রাসার শিশু ছাত্রদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন, ন্যাশনাল প্রেস সোসাইটি, গণমাধ্যম ও মানবাধিকার সংস্থা কেশবপুর উপজেলা শাখার সহ-সভাপতি মঞ্জুরুল হোসেন ডাবলু, যুগ্ন-সাধারণ সম্পাদক আবুবক্কার সিদ্দীক, সহ-সাংগঠনিক সম্পাদক উজ্জল অধিকারী, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক ফেরদৌস কবির সৌরভ, তথ্য ও গবেষনা বিষয়ক সম্পাদক তুষার সাহা, প্রচার সম্পাদক মোস্তফা কামাল, নারী ও শিশু বিষয়ক সম্পাদক সাবিনা ইয়াসমিন ঝর্না, ক্রীড়া বিষয়ক সম্পাদক সাকিব আল হাসান, মানবাধিকার বিষয়ক সম্পাদক মৃদূল সরকার, সহ-দপ্তর সম্পাদক রবিন দাস, কার্যনির্বাহী সদস্য ও ইউপি সদস্য শাহানাজ পারভীন, তাহমিনা খাতুন, জাহিদুল ইসলাম প্রমূখ।