ফিরোজ হোসেনঃ জাতির শ্রেষ্ঠ সন্তান, মহান স্বাধীনতা সংগ্রামের সম্মুখ সেনানী সাতক্ষীরা জেলা ক্রীড়া সংস্থার সাবেক সাধারণ সম্পাদক প্রয়াত বীর মুক্তিযোদ্ধা বদরুল ইসলাম খান এর স্মৃতিকে চির জাগরুখ রাখতে বীর মুক্তিযোদ্ধা বদরুল ইসলাম খান সড়ক এর ফলক উন্মোচন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকালে সাতক্ষীরা শহরের স্টেডিয়াম ব্রীজ হইতে বদরুল ইসলাম খানের বাড়ি হয়ে নবজীবন সংলগ্ন নিকারীপাড়া মোড় পর্যন্ত প্রধান অতিথি হিসেবে সড়কটির নাম ফলক উন্মোচন এর শুভ উদ্বোধন করেন সাতক্ষীরা পৌর মেয়র তাজকিন আহমেদ চিশতি। এর আগে আলোচনা সভায় মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মশারফ হোসেন মশু’র সভাপতিত্বে ফলক উন্মোচন অনুষ্ঠানে আলোচনা সভায় মরহুমের স্মৃতিচারণ করে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা জি এম আব্দুল গফুর, মরহুমের পরিবারের পক্ষে বক্তব্য রাখেন তার পুত্র সরফরাজ নেওয়াজ খান অর্প, মরহুম বীর মুক্তিযোদ্ধা বদরুল ইসলাম খানের বোন সেলিনা খানম, পৌর ৮ নং ওয়ার্ড কাউন্সিলর শফিকুল আলম বাবু, ৯ নং ওয়ার্ড কাউন্সিলর শেখ শফিক উদ-দৌলা সাগর, পিকে ইউনিয়ন ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক এ্যাডভোকেট রবিউল ইসলাম খান । এসময় উপস্থিত ছিলেন গুড়পুকুর আদর্শ সংঘের সভাপতি বীর মুক্তিযোদ্ধা এ্যাড. মো.মোসলেম, বীর মুক্তিযোদ্ধা শেখ তৈয়েবুর রহমান শান্ত, বীর মুক্তিযোদ্ধা ইউনুস আলী, বীর মুক্তিযোদ্ধা রফিকুজ্জামান খোকন, বিশিষ্ট ফুটবলার আহমাদ আলী সরদার,
জেলা ক্রীড়া সংস্থার অতিরিক্ত সাধারণ সম্পাদক মাহমুদ হাসান মুক্তি, নির্বাহী সদস্য ইকবাল কবির খান বাপ্পী, পৌর আওয়ামীলীগের সাবেক সহ -সভাপতি এ্যাড. ওসমান আলী, এ্যাড. হাসনা হেনাসহ ক্রীড়াবীদ ও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ। ফলক উন্মোচন শেষে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন পলাশপোল জামে মসজিদের পেশ ইমাম হাফেজ মো. শহিদুল ইসলাম। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন বাংলাদেশ টেনিস ফেডারেশনের নির্বাহী সদস্য ও জেলা ক্রীড়া সংস্থার নির্বাহী সদস্য আ্ ম আক্তারুজ্জামান মুকুল।
পূর্ববর্তী পোস্ট