পাইকগছা প্রতিনিধি : অগ্রগতি সংস্থার উদ্যোগে ও নেটজ বাংলাদেশের সহযোগিতায় খুলনার পাইকগাছা উপজেলার চাঁদখালী, লস্কর, সোলাদানা ও লতা—এই চারটি ইউনিয়নের ৩২০টি পরিবারের মাঝে বৃষ্টির পানি সংরক্ষণের জন্য ১,০০০ লিটার ধারণক্ষমতা সম্পন্ন ট্যাংক স্থাপনের উপকরণ বিতরণ কার্যক্রম শুরু হয়েছে।
রবিবার (২০ জুলাই) সকাল ১০টায় আনুষ্ঠানিকভাবে এই বিতরণ কার্যক্রম শুরু হয়। প্রতিটি পরিবারের জন্য ইট, বালু, সিমেন্ট ও খোয়া সরবরাহ শুরু করা হয়েছে, যা দিয়ে বসতবাড়িতে ট্যাংক স্থাপন করা হবে।
উপকরণ বিতরণকালে উপস্থিত ছিলেন অগ্রগতি সংস্থার প্রকল্প ম্যানেজার রিয়াজ আহমেদ, হিসাবরক্ষক নাজমুল হক নাজু, উপজেলা ম্যানেজার বাশার, মাঠ সহায়ক গোপাল চন্দ্র সরকার এবং অন্যান্য প্রকল্প সংশ্লিষ্ট সদস্যবৃন্দ।
এই উদ্যোগের মাধ্যমে উপকূলীয় এলাকার পানি সংকট মোকাবিলায় সহায়তা এবং সুপেয় পানির প্রাপ্যতা নিশ্চিত করার লক্ষ্য নিয়ে কাজ করছে অগ্রগতি সংস্থা।