নিজস্ব প্রতিনিধি ঃ সাতক্ষীরার পাটকেলঘাটার কপোতাক্ষ
নদের পাড় থেকে অজ্ঞাতনামা এক যুবকের মরদেহ উদ্ধার করেছে
পুলিশ। তাৎক্ষনিকভাবে মরদেহের নাম ও পরিচয় জানা যায়নি বলে
জানিয়েছেন পুলিশ।
বৃহস্পতিবার দুপুরে তালা উপজেলার পাটকেলঘাটা থানার
কুমিরা এলাকার কপোতাক্ষ নদীর নদীর পাড় থেকে তার মরদেহটি
উদ্ধার করা হয়।
পাটকেলঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপ্লব কুমার
নাথ বিষয়টি নিশ্চিত করে জানান, স্থানীয়রা কুমিরা এলাকার
কপোতাক্ষ নদের পাড়ে একটি অর্ধগলিত মরদেহ দেখতে পেয়ে
থানা পুলিশে খবর দেয়। এর পর ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার
করে ময়না তদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতাল মর্গে
পাঠানো হয়। ওসি আরো জানান, মরদেহের পাশ থেকে দুটি
কীটনাশক ঔষধের বোতলও উদ্ধার করা হয়েছে। প্রাথমিক ভাবে
ধারনা করা হচ্ছে সে আত্মহত্যা করতে পারে। তবে এখন পর্যন্ত
তার নাম পরিচয় জানা যায়নি। এঘটনায় পাটকেলঘাটার
থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের হয়েছে।
পূর্ববর্তী পোস্ট