ফিরোজ হোসেন : সাতক্ষীরা পৌরসভার ৫নং ওয়ার্ডের বাটকেখালী এলাকায়
আরসিসি ঢালাই রাস্তা নির্মাণ কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার (৪ এপ্রিল) সকাল ১০টায় রাস্তায় নির্মাণ সামগ্রী ঢেলে প্রধান
অতিথি হিসেবে নির্মাণ কাজের উদ্বোধন করেন সাতক্ষীরা পৌরসভার ভারপ্রাপ্ত
মেয়র কাজী ফিরোজ হাসান। সাতক্ষীরা পৌরসভার অবকাঠামো উন্নয়নে পৌরসভার
নিজস্ব অর্থায়নে কারিমা মাধ্যমিক বিদ্যালয়ের সামনে থেকে কর মন্ডল মাছ ফ্যাক্টরীর সামনে
৩১০ মিটার আরসিসি ঢালাই রাস্তা নির্মাণ করা হচ্ছে। আরসিসি ঢালাই রাস্তা নির্মাণ
কাজ উদ্বোধনকালে উপস্থিত ছিলেন পৌর ৫ নং ওয়ার্ড কাউন্সিলর শেখ আনোয়ার হোসেন মিলন, সংরক্ষিত মহিলা কাউন্সিলর অনিমা রাণী মন্ডল,
সাতক্ষীরা পৌরসভার উপ-সহকারী প্রকৌশলী মোহাব্বাত হোসাইন, তুষার রায়
চৌধুরী, নির্মাণ কাজের ঠিকাদার আব্দুস সালাম গাজী, পৌরসভার কার্যসহকারী মো. আব্দুল মোতালেব, আইয়ুব আলী, মো. রনি মোল্লাহ, শফিকুল ইসলাম, ফারুক হোসেন, সাংবাদিক আব্দুর রহমান প্রমুখ। এলাকাবাসীর দীর্ঘদিনের চাওয়া পাওয়া পূরণ হওয়ায় পৌর
কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান। এ সময় পৌরসভার কর্মকর্তা ও এলাকার গণ্যমান্য
ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন