গত ২৪/১২/২৩ ইংরেজি তারিখে সাতক্ষীরা হতে প্রকাশিত দৈনিক সাতক্ষীরার সকাল পত্রিকায় শ্যামনগরে মাদক ব্যবসায় বাঁধা দেওয়ায় জামাইকে মেরে মাথা ফাটালো শ্বশুর শিরোনামে যে সংবাদটি প্রকাশিত হয়েছে তা আমার দৃষ্টি গোচর হয়েছে। উক্ত সংবাদটি সঠিক নয়। মটর সাইকেলের কাগজ চাওয়ায় এমন ভিত্তিহীন সংবাদ প্রকাশ করা হয়েছে। সংবাদে আমাকে মাদক ব্যবসায়ী বানানো হয়েছে। এটি একটি মিথ্যা,বানোয়াট,কল্পকাহিনী মাত্র। মূল ঘটনা হচ্ছে আমি নজরুল ইসলাম আমার ভাইয়ের জামাই মোঃ মোস্তাফিজুর রহমানের কাছ থেকে একটি মটর সাইকেল ক্রয় করি। মোস্তাফিজুর রহমান সেই মটর সাইকেলের কোন কাগজ পত্র আমাকে দেয়নি। আমি ক্রয়কৃত মটর সাইকেলের বাকী টাকা পরিশোধ আন্তে কাগজ পত্র চাইলে আমার উপর সে ক্ষিপ্ত হয়। এক পর্যায়ে গত ২৩/০২/২৩ ইংরেজি তারিখে আমার মটর সাইকেলটি জোরপূর্বক ছিনিয়ে নেয়। আমি কলবারী বাজার এলাকায় আমার মাছের আড়ৎ এর পাশে মটর সাইকেল চাইলে দলীয় প্রভাব খাটিয়ে সে আমাকে মারধর করে। অথচ সংবাদটি ভিন্ন ভাবে প্রচার করা হয়েছে। আমি প্রকাশিত সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।
প্রতিবাদকারী
মো. নজরুল ইসলাম
পিতা আমির উল্লাহ মোল্লা
বুড়িগোয়ালিনী চেয়ারম্যান মোড় এলাকা শ্যামনগর।