,,,,,,প্রকাশিত সংবাদের প্রতিবাদ,,,,
গত ২৭জুন সাতক্ষীরা থেকে প্রকাশিত দৈনিক কালের চিত্র, পত্রদূত, আজকের সাতক্ষীরা, দৈনিক সাতঘরিয়াসহ একাধিক আঞ্চলিক ও অনলাইন নিউজ পোর্টালে ভোমরা স্থলবন্দরে পাসপোর্টধারী যাত্রী ও ল্যাগেজ ব্যবসায়ীদের জিম্মি করে হয়রানী ও চাঁদাবাজির অভিযোগ সম্বলিত প্রকাশিত সংবাদটি আমার দৃষ্টিগোচর হয়েছে। উক্ত সংবাদের একাংশে আমার বিরুদ্ধে আইন শৃঙ্খলা বাহিনীর ভয় দেখিয়ে যাত্রী ও ল্যাগেজ ব্যবসায়ীদের কাছ থেকে চাঁদা আদায়, মালামাল ও যাত্রীদের ধরিয়ে দেয়া, মাদক সেবনসহ যেসব অভিযোগ উপস্থাপন করা হয়েছে, তা সত্য নয়। প্রকৃতপক্ষে আমি একজন ভাড়া মোটরসাইকেল চালক। অন্যান্য মোটরসাইকেল চালকদের মতো আমি স্থলবন্দর থেকে বিভিন্ন স্থানে যাতায়াতকারী পাসপোর্টধারী যাত্রী ও ল্যাগেজ ব্যবসায়ীদের ভাড়া চুক্তিতে একস্থান থেকে অন্যস্থানে আনা নেয়া করি। ভোমরার স্থানীয় কিছু কোন্দলকে কেন্দ্র করে একটি কুচক্রী মহল সাংবাদিকদের ভুল তথ্য দিয়ে সংবাদটির একাংশে নামটি জড়িয়ে দিয়েছে। আমি উক্ত সংবাদটির ওই অংশের প্রতিবাদ জানাচ্ছি।
প্রতিবাদকারী
মো. জাকির হোসেন
পিতা- মিয়ারাজ গাজী
ভোমরা স্থল বন্দর, সাতক্ষীরা।