ফিরোজ হোসেন, সাতক্ষীরা : দুই বছর আগে আত্মীয়র মাধ্যমে পরিচয়। শুরু হয় গোপনে প্রেম। এরই মধ্যে প্রেমিক পাড়ি জমায় মালয়েশিয়ায়। তবুও থেমে থাকেনি তাদের প্রেম। বলছিলাম প্রেমের টানে যশোর জেলা হতে সাতক্ষীরার দেবনগর এলাকায় প্রবাসী প্রেমিকের বাড়িতে আশা এক প্রেমিকার গল্প। শনিবার ১৪ই ডিসেম্বর সাতক্ষীরা সদর উপজেলার দেবনগর গ্রামে এমন ঘটনা ঘটে। ঘটনা সূত্রে জানা যায়, যশোর জেলার কেশবপুর উপজেলার সাহাপুর গ্রামের কামরুল ইসলামের মেয়ে
জান্নাতুননেছা (২০)
শনিবার দুপুরে সাতক্ষীরা সদর উপজেলার দেবনগর গ্রামের আব্দুল কাদের ছেলে ইব্রাহীমের বাড়িতে চলে আসে। কিন্তু ইব্রাহীম তখন মালয়েশিয়ায় অবস্থান করছে। জান্নাতুলনেছা জানান, ৯ ডিসেম্বর ইব্রাহীমের সঙ্গে কাজী অফিসে ফোনে তাদের বিয়ে হয়। আমার বাড়ি হতে জোরপূর্বক বিয়ে দেওয়ার চেষ্টা করায় আমার স্বামী ইব্রাহীমের বাড়িতে চলে এসেছি।
জান্নাতুনেছার সাথে দুই বছর আগে ইব্রাহীমের পরিচয়। পরিচয় থেকে তাদের মধ্যে গড়ে প্রেম।
এদিকে খবর পেয়ে জান্নাতুননেছার পিতা সাতক্ষীরা সদর থানায় অভিযোগ দিয়েছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত জান্নাতুননেছা ও প্রেমিকার পরিবার সাতক্ষীরা সদর থানায় যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলো বলে জানা গেছে। জান্নাতুননেছা এ প্রতিবেদককে জানান, আমার শ্বশুর বাড়ির লোকজনকে পুলিশে ধরিয়ে দেওয়ার কথা বলছে আমার মা, তাই থানায় যাচ্ছি। মালয়েশিয়া প্রবাসী ইব্রাহীমের পিতা আবৃদুল কাদের জানান, আমি বিয়ের বিষয়ে জানিনা।