ফিরোজ হোসেন, সাতক্ষীরা ঃ
সাতক্ষীরা জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে শহরের চিহ্নিত এক মাদক ব্যবসায়ী আটক। এসময় কন্টিনার ভর্তি ৫লিটার তরল ও ৫৭ বোতল ফেনসিডিল উদ্ধার করাহয়েছে।
আটককৃত মাদক ব্যবসায়ী সাতক্ষীরা শহরের দক্ষিণ কাটিয়া এলাকার মৃত রমজান আলীর ছেলে এস এম রবিউল ইসলাম। রবিবার সকাল ৮টায় শহরের দক্ষিণ কাটিয়া রেস্ট্রি অফিসের সামনে রবিউল ইসলামের নিজ বাড়িতে অভিযান চালিয়ে মাদক সহ তাকে আটক করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা।
জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিদর্শক বিজয় কুমার মজুমদার জানান,সহকারী পরিচালক শেখ মোঃ হাশেম আলীর দিকনির্দেশনায় উপপরিদর্শক মোঃ রাসেল কবির ও সঙ্গিয় সদস্যদের সাথে নিয়ে গোপন সংবাদের ভিত্তিতে মাদক ব্যবসায়ী রবিউল ইসলামের বাড়িতে অভিযান চালিয়ে ৫লিটার তরল ও ৫৭ বোতল ফেনসিডিল উদ্ধার করাহয়। আটক করাহয়েছে চিহ্নিত মাদক ব্যবসায়ী রবিউলু ইসলামকে। সে বহুদিন ধরে সাতক্ষীরা শহরে মাদকের ব্যবসা চালিয়ে আসছিলো। তার নামে একাধিক মাদক মামলা রয়েছে। তার বিরুদ্ধে নিয়মিত মাদক মামলা দিয়ে সংশ্লিষ্ট থানার মাধ্যমে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে বলে ও জানান তিনি।