সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের মেসেঞ্জার ব্যবহারকারীদের বেশ কয়েক ঘণ্টা ধরেই অসুবিধা পোহাতে হচ্ছে। তারা ঠিকমতো বার্তা আদান-প্রদান করতে পারছেন না। তবে এখন পর্যন্ত এ সমস্যার কারণ কিংবা প্রতিকার সম্পর্কে ফেসবুকের পক্ষ থেকে কিছুই জানানো হয়নি।
শুধুমাত্র বাংলাদেশ নয়, বিশ্বের বিভিন্ন প্রান্তেই মেসেঞ্জার ব্যবহারকারীরা এমন সমস্যার মুখোমুখি হচ্ছেন বলে জানা গেছে। ব্রিটিশ গণমাধ্যম এক্সপ্রেস জানিয়েছে, তাদের দেশে স্থানীয় সময় সকাল ১০টার দিকে এ সমস্যা শুরু হয়।
অনলাইন সার্ভিসগুলোর সার্ভারের বর্তমান অবস্থা প্রদর্শনকারী ওয়েবসাইট ডাউনডিটেক্টর বলছে, ব্রিটেনে প্রতি মিনিটে সর্বোচ্চ ২ হাজার ৪০০ ব্যবহারকারী এ বিষয়ে অভিযোগ করছেন। মেসেঞ্জারের মাধ্যমে মেসেজিং, কল কিংবা ছবি আদান-প্রদানে অসুবিধার মুখে পড়তে হচ্ছে তাদেরকে।
ব্রিটেন ছাড়াও ফ্রান্স, পোল্যান্ড এবং বেলজিয়ামের ব্যবহারকারীরাও একই সমস্যার সম্মুখীন হচ্ছেন।