নিজস্ব প্রতিনিধি : বন্যায় ক্ষতিগ্রস্থ মানুষের সহযোগিতার জন্য ব্যক্তিগত উদ্যোগে শুকনা খাবার সামগ্রী প্রদান করলেন সাতক্ষীরা পৌর বিএনপির আহবায়ক মাসুম বিল্লাহ শাহীন। শনিবার (২৪ আগস্ট) রাত ৮ টায় শহরের মোজাহার পেট্রোলপাম্পের সামনে নিজস্ব কার্যালয়ে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ শুকনা খাবার সামগ্রী সাধারণ শিক্ষার্থীদের হাতে তুলে দেন জেলা বিএনপির যুগ্ন আহবায়ক শেখ তারিকুল হাসান। এ সময় উপস্থিত ছিলেন পৌর বিএনপির সদস্য সচিব আব্দুল্লাহ আল মামুন রাজু, যুগ্ন আহবায়ক জিয়াউর রহমান মিশন, সাবেক জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক শাহিনুর রহমান বাবু, জেলা কৃষক দলের সাবেক সাধারণ সম্পাদক শাহিনুর রহমান শাহিন, সাবেক ছাত্রনেতা মো: আবিদুল হক মুন্না, মান্না মেহেদী বাপ্পি, পৌর ১ নং ওয়ার্ড বিএনপি নেতা আলমাছ আলী, পৌর ৪ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম মিলন প্রমুখ। এ সময় সাধারণ শিক্ষার্থীদের মধ্য হতে এ খাদ্য সামগ্রী গ্রহণ করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৩য় বর্ষের শিক্ষার্থী আরাফাত ইসলাম, সাতক্ষীরা সরকারি কলেজের ইংরেজি ১ম বর্ষের শিক্ষার্থী ওমর তাসনিম রাহাত, সাব্বির ইসলাম, শেখ রোহান।