ফিরোজ হোসেনঃ
বাংলাদেশ মানবাধিকার কমিশন সাতক্ষীরা পৌর শাখার পরিচিত, কার্ড বিতরণ, শপথ গ্রহণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার সন্ধ্যায় শহরের তুফান কনভেনশন সেন্টার হলরুমে বাংলাদেশ মানবাধিকার কমিশন সাতক্ষীরা পৌর শাখার সভাপতি মো. আব্দুস সোবহানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা প্রশাসক কার্যালয়ের এনডিসি নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মহিউদ্দিন । অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে বক্তব্য রাখেন সংগঠনের জেলা শাখার সভাপতি এ্যাডভোকেট ওসমান গনি। বিশেষ বক্তা হিসেবে বক্তব্য রাখেন জেলা শাখার সাধারণ সম্পাদক শেখ জাহাঙ্গীর আলম মেনন।
সংগঠনের পৌর শাখার সাধারণ সম্পাদক ও এম আর পরিবহনের চেয়ারম্যান মো. নুরুল হকের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সংগঠনের নির্বাহী সভাপতি বীর মুক্তিযোদ্ধা এ্যাডভোকেট ইউনুস আলী, সিনিয়র সহ- সভাপতি আলহাজ্ব ডাঃ আবুল কালাম বাবলা, সহ-সভাপতি ইকবাল কবির পলাশ, জেলা নাগরিক অধিকার ও উন্নয়ন সমন্বয় কমিটির সাধারণ সম্পাদক মো. মশিউর রহমান, সাতক্ষীরা সদর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান কোহিনুর ইসলাম, পৌর কাউন্সিলর শেখ শফিক উদ- দৌলা সাগর, মহিলা কাউন্সিলর রাবেয়া পারভীন, সংগঠনের সদর থানা শাখার সভাপতি মো. আব্দুল্যা। এসময় উপস্থিত ছিলেন সাংবাদিক ও শিক্ষক এম ইদুজ্জামান ইদ্রীস, সংগঠনের পৌর শাখার সহ সভাপতি মো. শফিউল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল আলিম সরদার, জেলা কমিটির সাংস্কৃতিক সম্পাদক মাহ্ফুজা পারভীন লিপি, জেলা কমিটির মহিলা বিষয়ক সম্পাদক মহুয়া মঞ্জুরী, শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদের সদর উপজেলা শাখার সাধারণ সম্পাদক শেখ ইলিয়াস হোসেন, পৌর শাখার সাংগঠনিক সম্পাদক সাংবাদিক মাসুদ আলী । অনুষ্ঠানে বাংলাদেশ মানবাধিকার কমিশন সাতক্ষীরা পৌর শাখার ৭১ জন সদস্যকে পরিচিত কার্ড বিতরণ করা হয়।