স্টাফ রিপোর্ট : আগামী ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মহাজোট মনোনীত প্রার্থী মো. আশরাফুজ্জামান আশুর নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকালে বাদামতলা বাজারে সদর উপজেলা আওয়ামীলীগের সহ- সভাপতি ও আলিপুর ও ভোমরা ইউনিয়ন নির্বাচন সমন্বয় কমিটির টিম লিডার শেখ কামরুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো: নজরুল ইসলাম। প্রধান বক্তা ছিলেন নৌকার প্রত্যাহারকৃত প্রার্থী মো: আসাদুজ্জামান বাবু। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহাজোটের প্রার্থী ও জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক আশরাফুজ্জামান আশু, সাতক্ষীরা জেলা আ.লীগের সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ আবু আহম্মেদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জাতীয় পার্টির সহ-সাধারণ সম্পাদক মশিউর রহমান বাবু, জেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক শেখ হারুন অর রশিদ, জেলা আওয়ামীলীগের শিক্ষা ও মানব বিষয়ক সম্পাদক লাইলা পারভীন সেঁজুতি, সদর উপজেলা আ.লীগের সাবেক সভাপতি ও জেলা আ.লীগের নেতা এস,এম শওকত হোসেন, জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক হারুন অর রশিদ, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি শেখ আব্দুর রশিদ, সাধারণ সম্পাদক মো. শাহজাহান আলী, সদর উপজেলা জাতীয় পার্টির সভাপতি আনোয়ার জাহিদ তপন, সাধারণ সম্পাদক শেখ শরিফুজ্জামান বিপুল, জেলা আওয়ামীলীগের সদস্য ও সদর উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান নাসিম, জেলা যুবলীগের আহবায়ক মিজানুর রহমান, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সুমন হোসেন, শিবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কালাম আজাদ, ঘোনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল কাদের প্রমুখ। এসময় আওয়ামীলীগ ও মহজোটের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন ।
এসময় বক্তারা বলেন, এমপি নিজের বোনকে কলেজের সভাপতি বানিয়েছেন। এমপির কারনে ভোমরা বন্দর আজ হাহাকার করছে। তিনি সকালে এক কমিটি দেন বিকালে আরকবার কমিটি দিয়েছেন। ভোমরা ট্রান্সপোর্ট কতবার বিক্রি করেছে সে। ভোমরায় যা লুটপাট করেছে তার জবাব দিতে হবে এমপি রবিকে।
বক্তারা আরো বলেন, মেডিকেলে ৬ কোটি টাকা টেন্ডার আপনি ছিনিয়ে নিয়েছেন। ১০ বছরে তিনি যে আকাম কুকাম করেছে তার রিকর্ড নেতৃর কাছে গিয়েছে বলেই তাকে নমিনেশন দেননি। তিনি বঙ্গবন্ধুর কন্যার আদেশকে বৃদ্ধাঙ্গুলী দেখিয়ে ভোটে দাড়িয়েছে।
ভোটে কোন অনিয়ম হবে না। ভোটদানে বাধা দিলে তার অবস্থা কি হয় আপনারা দেখবেন। যারা সন্ত্রাসী, ভূমিদস্যু, চাঁদাবাজ তাদের সাথে আমাদের কোন আপস হবে না। আমরা অন্যায় কোন কাজ করবো না। ৭ তারিখে ভোট দিয়ে এর জবাব দিন।
সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন আলীপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. জিয়াউল ইসলাম জিয়া।