হারুন-অর-রশিদ, কালিগঞ্জ প্রতিনিধি:
কালিগঞ্জ উপজেলার রতনপুর ইউনিয়ান পরিষদের চেয়ারম্যান আলিম আল রাজী টোকন এর সার্বিক ব্যবস্থাপনা সিলেটের বন্যা দুর্গত এলাকার মানুষের সহযোগিতায় সাহায্যের জন্য ১২জুলাই বিকাল চারটায় রতনপুর ফুটবল মাঠে ঈশ্বরীপুর মুসলিম স্পোর্টিং ক্লাব ও রতনপুর ইউনাইটেড ক্লাবের মধ্যে এক প্রীতি ফুটবল খেলা অনুষ্ঠিত হয়। খেলায় নির্ধারিত সময় কোন দল গোল করতে না পারায় টাইব্রেকার এর মাধ্যমে রতনপুর ইউনাইটেড ক্লাব ৪-২ গোলে শ্যামনগর ঈশ্বরপুর মুসলিম স্পোর্টিং ক্লাব কে হারিয়ে জয় লাভ করে।উভয় দলের নামি দামি বহিরাগত খেলোয়াড়দের সমন্বয়ে এই খেলায় আক্রমণ পাল্টা আক্রমণ দৃষ্টিনন্দন খেলায় প্রচুর দর্শক সমাগম হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ফুটবল খেলাটি উদ্বোধন করেন ৪ আসনের সংসদ সদস্য এস এম জগলুল হায়দার, অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কালিগঞ্জ থানা অফিসার ইনচার্জ হালিমুর রহমান, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান দিপালী রানী ঘোষ, কৃষ্ণনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাফিয়া পারভীন, মথুরেশপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাকিম, ধলবাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গাজী শওকত হোসেন, বিষ্ণুপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর আলম, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সুকুমার দাশ বাচ্চু, সুরত আলী মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক জিন্নাত আলী, সহ বিভিন্ন গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। খেলাটি পরিচালনা করেন ফিফা রেফারি শেখ ইকবাল আলম বাবলু, সহকারী ছিলেন শাহীন ও মামুন চতুর্থ বাবু। খেলাটি ধারা বর্ণনায় ছিলেন জাতীয় ধারাভাষ্যকার ইসমাইল হোসেন মিলন ও সিরাজুল ইসলাম।