মাছুম বিল্লাহ:সাতক্ষীরা বিআডিবি হলরুমে দারিদ্র্য বিমোচনের লক্ষ্যে পুষ্টি সমৃদ্ধ উচ্চ মূল্যের অপ্রধান শস্য উৎপাদন এবং বাজারজাতকরণ কর্মসূচী এর আওতায় মানুষকে সরিশা চাষে উদ্বুদ্ধ করার লক্ষে মঙ্গলবার সকাল ১১টায় ১২জন সুবিধাভোগীর মাঝে বিআরডিবি কর্র্তৃক নগদ অর্থ ও সরিষা চাষের প্রদর্শনী প্লট বিতারণ অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে উপজেলা পল্লী উন্নয়ন কর্মকতা শেখ জাহাঙ্গির আলমের সভাপতিত্বে উপস্থিত ছিলেন,ইউসিসির প্রধান পরিদর্শক মো:শফিকুল ইসলাম,মাঠ সংগঠক সুমিত ব্যনার্জি । অনুষ্ঠানে উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা বলেন,আমরা সবাইকে সচেতন করব এবং সনির্ভর বাংলাদেশ গড়বো এজন্য আপনাদের সবাইকে নিজেদের প্রয়োজন মতো চাষ করতে হবে যাতে করে সরকারকে বিদেশ থেকে তেল, ডাল এবং মসলা কম আমদানি করতে হয়।