দেবহাটা প্রতিনিধিঃ বাংলাদেশ সুপ্রিম কোর্টের মাননীয় বিচারপতি মাহমুদুল হক দেবহাটা রুপসী ম্যানগ্রোভ পরিদর্শন করেছেন। ৫ মে মঙ্গলবার দেবহাটায় ঐতিহ্যবাহী রূপসী ম্যানগ্রোভ ও বনবিবির বটতলায় পরিদর্শন করেন। বাংলাদেশ সুপ্রিম কোর্টের মাননীয় বিচারপতি মাহমুদুল হক এর সাথে উপস্থিত ছিলেন দেবহাটা নির্বাহী কর্মকর্তা আসাদুজ্জামান,দেবহাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গোলাম কিবরিয়া হাসান,নোয়াপাড়া ইউনিয়নের( ভারপ্রাপ্ত) চেয়ারম্যান মোনায়েম হোসেন, দেবহাটা প্রেসক্লাবের সভাপতি মীর খায়রুল আলম, দেবহাটা রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, দেবহাটার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহবায়ক মুজাহিদ বিন ফিরোজ, সদস্য সচিব মোঃ আব্দুল্লাহ, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের জেলা নেতা রায়হান কবীর,এস আই রিয়াজুল ইসলাম। এ সময় প্রধান অতিথি বিচারপতি মাহমুদুল হক, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও সাংবাদিকদের উদ্দেশ্য বলেন, মানুষের মতো মানুষ হতে গেলে প্রত্যেকটা মানুষের কিছু গুণ থাকা প্রয়োজন। আর এই গুণ যার মধ্যে নেই সে উন্নতির শিখরে পৌঁছতে পারবে না। অল্প আহার, গৃহ ত্যাগ না করা,ভাষা সুন্দর কাকের মত ঘোরা,বকের মত আহার। দেবহাটা রুপসী ম্যানগ্রোভ মিনি পিকনিক স্পটটি পরিদর্শন করার পরে তিনি সকল প্রকারের সহযোগিতা করার আশ্বাস প্রদান করেন।