ফিরোজ হোসেন, সাতক্ষীরা : বিশ্ব হাত ধোয়া দিবস ২০২৩ উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও হাত ধোয়া প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৫ ই অক্টোবর) সকাল সাড়ে ৯ টায় জেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর সাতক্ষীরার আয়োজনে কালেক্টরেট চত্বরে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বেলুন ও ফেস্টুন উড়িয়ে বিশ্ব হাত ধোয়া দিবসের শুভ উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শেখ মঈনুল ইসলাম মঈন। পরে এক র্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে কালেক্টরেট চত্বরে গিয়ে হাত ধোয়া প্রদর্শনীর মধ্য দিয়ে শেষ হয়। হাত ধোয়া প্রদর্শনীতে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর সাতক্ষীরার প্রধান নির্বাহী প্রকৌশলী মো. শহিদুল ইসলাম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শেখ মঈনুল ইসলাম মঈন।
এসময় উপস্থিত ছিলেন জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর সাতক্ষীরার উপ-সহকারী প্রকৌশলী মো. মফিজুর রহমান, সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডাঃ জয়ন্ত সরকার, জেলা তথ্য অফিসার জাহারুল ইসলাম টুটুল,বেসরকারি উন্নয়ন সংস্থা সুশীলন সাতক্ষীরা সহকারী পরিচালক মনির হোসেন,জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের ক্যাশিয়ার মো. শাখাওয়াত হোসেন, প্রধান সহকারী ইব্রাহিম হোসেন রিপন, ইমরান গাজী, বুরো বাংলাদেশ সাতক্ষীরা এলাকার শাখা ব্যবস্থাপক হাসান আল ফেরদৌস, ব্রাক ওয়াশ কর্মসূচির জেলা ব্যবস্থাপক মো. আব্দুল হকসহ বিভিন্ন এনজিও সংগঠনের প্রতিনিধিগন