শেখ কামরুল ইসলাম,সাতক্ষীরা: পুরাতন সাতক্ষীরায় ওএমএস ডিলার কর্তৃক বৃদ্ধাকে লাঠিপেটা করার অভিযোগ পাওয়া গেছে। এব্যাপারে সাতক্ষীরা জেলা প্রশাসক, পুলিশ সুপার এবং জেলা খাদ্য নিয়ন্ত্রক সাতক্ষীরা বরাবর লিখিত অভিযোগ করেছেন ভুক্তভোগী অঞ্জলী দাশ। অভিযোগ সূত্রে জানা যায়, গতকাল ২৭ জুন পুরাতন সাতক্ষীরা বাজার সংলগ্ন ওএমএস বিক্রেতার নিকট আটা কিনতে যান সাতক্ষীরা পৌরসভার ৩নং ওয়ার্ডের বাসিন্দা অঞ্জলী দাশ (৬৫)। কিন্তু উক্ত ডিলার তাকে আটা দিবে না বলে বের করে দেয়। এসময় বৃদ্ধা অঞ্জলী দাশ বলেন, আটা না দিলে আমার খাওয়া হবে না। আমাকে আটা দেন, আমি চলে যাচ্ছি। তখন অঞ্জলী দাশকে লাঠি দিয়ে আঘাত করে মেরে বের করে দেন। অভিযোগকারী অঞ্জলী দাশ সাংবাদিকদের বলেন, সরকারের বরাদ্দকৃত আটা আমার মতো হতদরিদ্রদের পাওয়ার অধিকার থাকলেও আমরা সব সময় বঞ্চিত হই। এছাড়া আটা না দিয়ে আমাকে মারধর করে বের করে দেওয়া হয়েছে। আমি এ ঘটনার সুষ্ঠু বিচার প্রার্থনা করছি।