নিজস্ব প্রতিবেদক ঃ
কে এই মিঠুন দাস, লিবার না হয়েও লিবার পরিচয়ে কাস্টমস কর্তৃপক্ষের চোখকে আড়াল করে চোরা পথে পাচার করছে লাগেজ ।
তথ্য অনুসন্ধানে জানা যায়, ভোমরা ইউনিয়নের পদ্ম শাঁখরা দাস পাড়া গ্রামের মৃত্যু নিপাল দাস। মাদক সেবী মিঠুন দাস দীর্ঘ দিন ধরে কাস্টমস লিবার পরিচয়ের আড়ালে যাবতীয় লাগেজ ব্যবসায়ীদের ম্যানেজ করে শূল্ক ট্যাস্ক না করিয়ে চোরা পথ দিয়ে নিয়ে যায়। মিনিময়ে পায় লাগেজ অনুযায়ী টাকা । যার ফলে সরকার বঞ্চিত হচ্ছে মোটা অংকের রাজস্ব। শুধু লাগেজ দালালী নয় ভ্রমন কর ফাঁকি সহ একাধিক অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।
মিঠুন দাস কাস্টমস অফিসের লিবার কিনা এ বিষয়ে কাস্টমস কর্তৃপক্ষের কাছে জানতে চাইলে তারা এই প্রতিবেদন কে জানান মিঠুন দাস নামে আমাদের কোন লিবার নেই যদি কেউ আমাদের কাস্টমসের লিবার পরিচয দেয় তার দায় দায়িত্ব তার নিজের। যদি কেউ আমাদের কাস্টমসের লিবার পরিচয়ে কোন রকম কাস্টমসের ভাবমূর্তি ক্ষুণ্ন করে তাহলে তার বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
মিঠুন দাসের কাছে এ বিষয়ে জানতে চাইলে সে জানান, আমি কাস্টমসের লিবার কিন্তু আমার কোন পরিচয় পত্র নেই । আমি কাস্টমস কর্তৃপক্ষের কাছে একাধিকবার পরিচয় পত্র চাইলে ও পরিচয় পত্র টি না দিয়ে সময় ক্ষেপন করে থাকে ।