ডেস্ক রিপোর্ট : ভোমরা স্থলবন্দর দিয়ে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে গত তিনদিনে ৪৮৬ জন পাসপোর্টধারী যাত্রী পারাপার করেছে। তবে ঈদের কারণে বন্দরটিতে আমদানি-রপ্তানী বাণিজ্যিক কার্যক্রম কার্যত বন্ধ রয়েছে।
বৃহস্পতিবার (০৫ মে) সকালে সাতক্ষীরা ভোমরা স্থলবন্দর ইমিগ্রেশন পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) জাহাঙ্গীর হোসেন তথ্যটি নিশ্চিত করেছেন। পারাপারকৃতদের মধ্যে ঈদের আগের দিন (০২ মে) ১৮৬ জন, ঈদের দিন (০৩ মে) ৯৫ জন এবং ঈদের পরের দিন অর্থাৎ বুধবার (০৪ মে) ১৫৫ জন পাসপোর্টধারী যাত্রী পারাপার করেছে।
করোনা ভাইরাসের কারণে পার্শ্ববর্তী দেশ ভারতের ট্যুরিস্ট ভিসা প্রায় দু’বছরের অধিক সময় বন্ধ ছিল। কিন্তু চলতি মাসে ট্যুরিস্ট ভিসা আবারও যথারীতি ছাড়ায় ভোমরা স্থলবন্দরের কার্যক্রম যথারীতি আগের অবস্থায় ফিরে এসেছে। এতে সস্থি ফিরেছে ভ্রমন পিপাসুদের মনে। পাসপোর্টধারী যাত্রীদের আনাগোনায় মুখরিত হয়ে উঠেছে ভোমরাসহ দেশের প্রতিটা স্থলবন্দর গুলোতে।
ভোমরা স্থল বন্দর সি অ্যান্ড এফ এজেন্টস অ্যাসোসিয়েশনের এডহক কমিটির আহবায়ক মো. মিজানুর রহমান জানান, পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে ভোমরা স্থলবন্দর দিয়ে পাসপোর্ট যাত্রীদের আনাগুনা বৃদ্ধি পেয়েছে। ইন্ডিয়ার ট্যুরিস্ট ভিসা ছাড়ায় এটা সম্ভব হয়েছে বলে আমার মনে হয়। তবে বন্দরটিতে আমদানি-রপ্তানী কার্যক্রম বন্ধ রয়েছে।
তিনি আরও জানান, আগামী ৭ মে শনিবার থেকে পাসপোর্ট যাত্রীদের পাশাপাশি আবারও যথারীতি আমাদানি-রপ্তানি কার্যক্রম শুরু হবে।
ভোমরা স্থলবন্দর ইমিগ্রেশন পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) জাহাঙ্গীর হোসেন জানান, দীর্ঘদিন ভারতের ট্যুরিস্ট ভিসা বন্ধ ছিল। পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে ট্যুরিস্ট ভিসা ছাড়ায় পাসপোর্ট যাত্রীদের ভীড় বেড়েছে। ফলে ইমিগ্রেশনের কার্যক্রমে গতি ফিরেছে।
তিনি আরও জানান, গত তিনদিনে ভোমরা স্থলবন্দর ইমিগ্রেশন দিয়ে ৪৮৬ জন পাসপোর্টধারী যাত্রী পারাপার করেছে। ট্যুরিস্ট ভিসার কারনে আগামী কয়েকদিনের মধ্যে পাসপোর্টধারী যাত্রীদের স্বাভাবিক যাতায়াত আরও বৃদ্ধি পাবে। তবে বন্দরের আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ রয়েছে।