স্টাফ রিপোর্টার: আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংক, মণিরামপুর শাখার চেক জালিয়াতি মামলায় মাসুদ রানাকে গ্রেপ্তার করেছে মণিরামপুর থানা পুলিশ। ০৯ ফেব্রুয়ারি রাত ৮টায় মণিরামপুরের বিজয়পুর থেকে তাকে আটক করা হয়। ১০ ফেব্রুয়ারি তাকে যশোর কোর্টে চালান দেয়া হয়েছে। গ্রেপ্তার মাসুদ রানা মনিরামপুর উপজেলার বিজয়রামপুর গ্রামের শহীদ পাটোয়ারীর পুত্র ও ফার্নিচার ব্যবসায়ী। পুলিশ সূত্র জানায়, মাসুদ গত ২০ অক্টোবর ২০১৫ সালে আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংক থেকে এক লক্ষ টাকা ঋণ গ্রহণ করেন। তিনি উক্ত ঋণ পরিশোধ না করে ব্যাংকের উক্ত সময়ে পাওনা বাবদ এক লক্ষ পাঁচ হাজার টাকার চেক প্রদান করেন। উক্ত হিসাবে টাকা না থাকায় ব্যাংক চেক ডিজঅনার হয়। ব্যাংক মামলা করলে যশোর চীফ জুডিশিয়াল আদালত ১৭ নভেম্বর ২০২১ সালে মাসুদকে ৫ মাসের জেল ও চেকে বর্ণিত টাকা জরিমানা করেন। সেখান থেকে মাসুদ পলাতক থাকায় বুধবার পুলিশ তাকে আটক করে। মণিরামপুর থাকা ডিউটি অফিসার ঘটনার সত্যতা স্বীকার করে বলেন তাকে আদালতে চালান দেয়া হয়েছে।
পূর্ববর্তী পোস্ট