স্টাফ রিপোর্টার: বাংলাদেশকে বিশ্বদরবারে একটি উন্নত রাস্ট্র হিসেবে উপস্থাপনের জন্য খেলাধুলার বিকল্প নেই। এদেশের মেয়েরাও বিশ্বের ক্রীড়াঙ্গনে তাদের প্রতিভা ও যোগ্যতাকে ফুটিয়ে তুলতে সক্ষম হয়েছে। সেজন্য মাদক, জঙ্গীবাদে নয়, বরং যুবসমাজকে খেলাধুলায় মনোনিবেশ করার জন্য আহ্বান জানিয়েছেন সাতক্ষীরা জেলা পুলিশ সুপার মো. মনিরুজ্জামান জাহিদ। শনিবার বিকেলে দেবহাটা উপজেলার পারুলিয়া ফুটবল মাঠে ‘লক্ষাধিক টাকা পারুলিয়া ইউনিয়ন পরিষদ কাপ ফুটবল টূর্নামেন্ট’র উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে পুলিশ সুপার এ কথা বলেন। এসময় বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মো. সজিব খান, দেবহাটা সার্কেলের সহকারী পুলিশ সুপার এসএম জামিল আহমেদ, দেবহাটা উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব মুজিবর রহমান, দেবহাটা থানার ওসি শেখ ওবায়দুল্যাহ ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি। এসময় দেবহাটা প্রেসক্লাবের সভাপতি মীর খায়রুল আলম, সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান শাওন, পারুলিয়া ইউপি চেয়ারম্যান গোলাম ফারুক বাবু, নওয়াপাড়া ইউপি চেয়ারম্যান আলমগীর হোসেন সাহেব আলী, আওয়ামী লীগ নেতা মনিরুল ইসলাম মনি, আরশাদ আলীসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও কয়েক হাজার ক্রীড়ামোদী মানুষ উপস্থিত ছিলেন। উদ্বোধনী খেলায় প্রতিদ্বন্দীতাকারী খুলনা রেডসন ক্লাবের খেলোয়াড়দের ২-০ গোলে পরাজিত করে মাহমুদপুর শেখ রাসেল ক্রীড়া চক্র বিজয়ী হয়।
পূর্ববর্তী পোস্ট