দেবহাটা প্রতিনিধি: সাতক্ষীরার দেবহাটা প্রেসক্লাবের মানববন্ধনে বক্তারা বলেছেন, সাংবাদিকদের জন্য আলাদা ট্রাইবুনাল গঠন করে অপরাধীদের শাস্তি নিশ্চিত করতে হবে। আজ সারাদেশে সাংবাদিকরা হামলা, মামলা ও হত্যার শিকার হচ্ছে। সাংবাদিকরা তাদের পেশাগত দায়িত্ব পালন করতে যেয়ে নির্যাতনের শিকার হলেও তার সঠিক বিচার হয় না। কারণ হামলাকারীরা বেশিরভাগ প্রভাবশালী হওয়ায় বিভিন্ন ভাবে বেঁচে যান। তাই সাংবাদিকদের জন্য আলাদা ট্রাইবুনাল গঠন করে বিচারের ব্যাবস্থা করা গেলে আমাদের সহকর্মীদের উপর হওয়া নির্যাতনের সঠিক বিচার পাব।
বক্তরা আরো বলেন, বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী সাংবাদিক কল্যাণ ট্রাস্ট গঠন করেছেন। যেটি আমাদের জন্য খুবই আনন্দের খবর। তাই মাননীয় প্রধান মন্ত্রীর কাছে অনুরোধ করব আমাদের জন্য একটি নিরাপত্তা আইন প্রনয়ণ করেন। একই সাথে সাংবাদিকদের নামে যখন তখন মামলা ও কর্মরত মিডিয়ার অনুমতি ছাড়া গ্রেপ্তার না করার দাবি জানানো হয়। এছাড়া দ্রুত সকল সাংবাদিক হত্যার বিচারের রায় প্রদান করা হলে সাংবাদিক নির্যাতন কমে যাবে। একই সাথে হত্যার শিকার সাংবাদিকের পরিবারের পাশে রাষ্ট্রকে এগিয়ে আসতে হবে। রাজধানী, বিভাগীয় শহর, জেলা, উপজেলা পর্যয়ে রাষ্ট্রয়ী ভাবে প্রকৃত সাংবাদিকদের তালিকা প্রস্তুত করা সহ বিভিন্ন দাবি জানানো হয় মানববন্ধনে।
গত শুক্রবার বিকালে রাজনৈতিক প্রতিহিংসার শিকার ‘বার্তা বাজার’ এর নোয়াখালী প্রতিনিধি বুরহান উদ্দিন মুজাক্কির-কে নির্মমভাবে গুলি করে হত্যার প্রতিবাদ এবং বিচারের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ এসব কথা বলেন বক্তরা। বৃহস্পতিবার (২৫ ফেব্রুয়ারী) সকাল সাড়ে ১০ টায় দেবহাটা প্রেসক্লাবের আয়োজনে ক্লাব সম্মূখ সড়কে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।
এতে দেবহাটা প্রেসক্লাবের সভাপতি আব্দুর রব লিটুর সভাপতিত্বে সাংগঠনিক সম্পাদক ও বার্তা বাজার’র সাতক্ষীরা প্রতিনিধি মীর খায়রুল আলমের সঞ্চলনায় বক্তব্য রাখেন দেবহাটা প্রেসক্লাবের সাবেক সভাপতি বীরমুক্তিযোদ্ধা আব্দুল ওহাব, বর্তমান সহ-সভাপতি আবু হুরাইরা, সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান শাওন, যুগ্ম-সম্পাদক নির্মল কুমার মন্ডল প্রমুখ।
মানববন্ধনে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন দেবহাটা প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক মোমিনুর রহমান, অর্থ-সম্পাদক কবির হোসেন, দপ্তর সম্পাদক আজিজুল হক আরিফ, কার্যনির্বাহী সদস্য এম,এ মামুন, এস,এম নাসির উদ্দীন, সদস্য দিপঙ্কর বিশ্বাস, কে,এম রেজাউল করিম, সুমন পারভেজ বাবু, সাংবাদিক সজল রহমান, আব্দুস সালাম, এসকে অভি, লিটন ঘোষ বাপ্পি, রুহুল আমিন, ডাঃ মনিরুল ইসলাম মনি, ইসমাইল গাজী সহ কর্মরত সাংবাদিকরা।
উল্লেখ্য যে, গত শুক্রবার বিকালে নোয়াখালীর কোম্পানিগঞ্জে বসুরহাট পৌর মেয়র আবদুল কাদের মির্জার অনুসারীদের সঙ্গে স্থানীয় আওয়ামী লীগের একাংশের নেতাকর্মীদের সংঘর্ষ হয়। এতে গুলিবিদ্ধ হয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শনিবার রাত পৌনে ১১টার দিকে মারা যান সাংবাদিক বুরহান উদ্দিন মুজাক্কির। অতিদ্রুত হত্যাকারীদের আইনের আওতার দাবি জানানো হয়েছে।
দেবহাটায় বঙ্গবন্ধু শেখ মুজিব ঢাকা ম্যারাথন সম্পন্ন
দেবহাটা প্রতিনিধি: দেবহাটায় বঙ্গবন্ধু শেখ মুজিব ঢাকা ম্যারাথন দৌড় প্রতিযোগীতার সম্পন্ন হয়েছে। মুজিববর্ষ উপলক্ষে উপজেলা প্রশাসনের সার্বিক ব্যবস্থাপনায় উক্ত মিনি ম্যারাথন অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টায় ম্যারাথনটি সখিপুর সরকারি খানবাহাদুর আহছানউল্লা কলেজ মাঠ থেকে শুরু হয়ে দেবহাটা সরকারি বিবিএমপি হাইস্কুল মাঠে যেয়ে শেষ হয়। ম্যারাথন প্রতিযোগীতায় উপজেলা নির্বাহী অফিসার তাছলিমা আক্তারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব মুজিবর রহমান। সমাপনি অনুষ্ঠানে উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও সখিপুর ইউপি চেয়ারম্যান শেখ ফারুক হোসেন রতনের সঞ্চলনায় বক্তব্য রাখেন উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার ইয়াসিন আলী, উপজেলা ভাইস চেয়ারম্যান জিএম স্পর্শ, পারুলিয়া ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম, সদর ইউপি চেয়ারম্যান আবু বকর গাজী, উপজেলা কৃষি অফিসার শরীফ মোহাম্মদ তিতু মির, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ অফিসার ডাঃ আব্দুল লতিফ, সমাজসেবা অফিসার অধির কুমার গাঈন, দেবহাটা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান শাওন।
অন্যান্যদের মধ্যে দেবহাটা প্রেসক্লাবের সভাপতি আব্দুর রব লিটু, জনস্বাস্থ্য প্রকৌশলী জুয়েল হোসেন, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক অফিসার মনিরুজ্জামান, প্রাথমিক শিক্ষা অফিসার শাহজাহান আলী, একাডেমিক সুপারভাইজার মিজানুর রহমান, ইউপি সদস্য নির্মল কুমার মন্ডল, আবুল হোসেন, আকবর আলী, আল্পনা অধিকারী, সরকারি কেবিএ কলেজের রোভার লিডার আবু তালেব সহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ উপস্থিত ছিলেন। ম্যারাথনে অংশ নেওয়াদের মধ্যে সখিপুরের আনোয়ারুল ইসলাম প্রথম, ইমরান হোসেন ২য় এবং মাসুম বিল্লাহ ৩য় স্থান অর্জণ করেন।
দেবহাটায় পল্লী বিদ্যুৎ গ্রাহকসেবা সংক্রান্ত বিষয়ক উঠান বৈঠাক
দেবহাটা প্রতিনিধি: দুর্নীতি, হয়রানি, অনিয়ম, বিদ্যুৎ চুরি প্রতিরোধ সহ “আমার গ্রাম, আমার শহর” রূপকল্প বাস্তবায়নের লক্ষে গ্রাহক পল্লী বিদ্যুতের উঠান বৈঠাক অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুর সাড়ে ৩টায় সাতক্ষীরা পল্লী বিদ্যুৎ সমিতির দেবহাটা সাব-জোনাল অফিসের আয়োজনে সখিপুরস্থ অফিসে এ বৈঠাক অনুষ্ঠিত হয়। উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও সখিপুর ইউপি চেয়ারম্যান শেখ ফারুক হোসেন রতনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব মুজিবর রহমান। বিশেষ অতিথি ছিলেন সাতক্ষীরা পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার (জিএম)সন্তোষ কুমার সাহা।
অন্যান্যদের মধ্যে উপস্থিত থেকে বক্তব্য রাখেন দেবহাটা সাব-জোনাল অফিসের সহকারী জেনারেল ম্যানেজার (এজিএম) শরিফুল ইসলাম, ইঞ্জিনিয়ার মাহাবুবুল আলম, এলএম-১ আতাউর রহমান ও রাসেল রানা, এলটি মিহির অধিকারী, গ্রাহকদের মধ্যে সাবেক ইউপি সদস্য এবাদুল ইসলাম, সাঈদুর রহমান মায়েন প্রমুখ।
দেবহাটায় কিশোরী প্রতিবন্ধীদের যৌন, প্রজজন,
স্বাস্থ্য অধিকার বিষয়ক ওরিয়েন্টেশন
দেবহাটা প্রতিনিধি: দেবহাটায় কিশোরী প্রতিবন্ধীদের যৌন, প্রজজন, স্বাস্থ্য ও সেবা সংক্রান্ত প্রকল্প বাস্তবায়নে এসআরএইচআর সাপোর্ট গ্রুপ ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল ১০টায় উপজেলার দেবীশহর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে নারী কন্ঠ উন্নয়ন সংস্থার কিশোরী প্রজেক্টের আয়োজনে ডিআরআরএ’র সহযোগীতায় এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। নওয়াপাড়া ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আবুল কাশেমের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন দেবীশহর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে প্রধান শিক্ষক অনিমা সিংহা। উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন নারী কন্ঠ উন্নয়ন সংস্থার কিশোরী প্রকল্পের নজিফা খাতুন, উপজেলা সুপারভাইজার তাহমিনা পারভীন, প্রাইড প্রকল্পের মুজিবর রহমান, স্থানীয় জনপ্রতিনিধি, সিএইচসিপি, ইউএইচসি সহ বিভিন্ন ব্যক্তিবর্গ। দিনব্যাপী এ ওরিয়েন্টেশনে ২০ জন অংশগ্রহনকারী অংশ নেন। এসময় প্রতিবন্ধী কিশোরীদের যৌন, প্রজজন, স্বাস্থ্য ও সেবা সংক্রান্ত বিষয়ে বিভিন্ন আলোচনা করা হয়।