সাতক্ষীরা ট্রিবিউন ঃ
জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা রওশন এরশাদের সাথে পার্টির নেতৃবৃন্দের বসার সুযোগ নেই জানিয়ে জাতীয় পার্টির মহাসচিব মুজিবুল হক চুন্নু বলেছেন,দলের প্রেসিডিয়াম সদস্য,৭৭টি জেলা কমিটি ও নির্বাহী কমিটি জিএম কাদেরের পক্ষে রয়েছে।
তিনি সাতক্ষীরা জেলা জাতীয় পার্টির দ্বি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেওয়ার আগে সার্কিট হাউসে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন।
তিনি অভিযোগ করে বলেন,বিএনপি ও আওয়ামী লীগ উভয়ই জাতীয় পার্টিকে ধ্বংস করার ষড়যন্ত্র করেছে। বর্তমানে জাতীয় পার্টি সরকারের সাথে নেই। জনগণের চাহিদানুযায়ী জাতীয় পার্টি এককভাবে এগিয়ে যাচ্ছে। জাতীয় সংসদে ভোটের আনুপাতিকহারে নির্বাচন পদ্ধতি প্রবর্তণের ওপর জোর দেন তিনি।
পরে তিনি সাতক্ষীরা জেলা জাতীয় পার্টির উদ্যোগে বেলা ১১ টায় জেলা শিল্পকলা একাডেমীতে জেলা জাতীয় পার্টির সভাপতি শেখ আজহার হোসেনের সভাপতিত্বে ত্রি- বার্ষিক সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন।
সম্মেলনে উদ্বোধক হিসেবে বক্তব্য রাখেন জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য সাবেক মন্ত্রী সৈয়দ দিদার বখ্ত।, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রেসিডিয়াম সদস্য খুলনা বিভাগ অতিরিক্ত মহাসচিব সাঈদুর রহমান টেপা,প্রেসিডিয়াম সদস্য চট্টগ্রাম বিভাগ অতিরিক্তক মহাসচিব এড রেজাউল ইসলাম ভূঁইয়া,প্রেসিডিয়াম সদস্য আলমগীর সিকদার লোটন, চেয়ারম্যানের উপদেষ্টা লেঃ কর্ণেল (অব) সাব্বির আহমেদ, ভাইস-চেয়ারম্যান শফিকুল ইসলাম মধু, জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক আশরাফুজ্জামান আশু। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সদর উপজেলা জাতীয় পার্টির সভাপতি আনোয়ার জাহিদ তপন,সাধাঃ সম্পাদক শরিফুজ্জামান বিপু, জাতীয় পার্টির নেতা ও জেলা নাগরিক অধিকার উন্নয়ন সমন্বয় কমিটির সাধাঃ সম্পাদক মোঃ মশিউর রহমান বাবু প্রমুখ।