মাসদু আলী, সাতক্ষীরা : সাফ জয়ী চ্যাম্পিয়ন বাংলাদেশ জাতীয় মহিলা ফুটবল দলের খেলোয়ারদের সংবর্ধনা অনুষ্ঠান ও প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। রবিবার ১৪ এপ্রিল বিকাল ৪ টায় রসুলপুর ফুটবল মাঠে রসুলপুর যুব সমিতির আয়োজনে এ প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়। রসুলপুর যুব সমিতির সভাপতি মেহেদী হাসানের সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠান ও প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কার বিতরণ করেন সাতক্ষীরা সদর ২ আসনের সংসদ সদস্য, ভূমি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য ও জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক মো. আশরাফুজ্জামান আশু। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা জাতীয় পার্টির যুগ্ম সাধারণ সম্পাদক ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রার্থী মো. মশিউর রহমান বাবু, আন্তর্জাতিক ফিফা রেফারি তৈয়েব হাসান বাবু, জেলা ক্রীড়া সংস্থার যুগ্ম সাধারণ সম্পাদক মীর তাজুল ইসলাম রিপন, রসুলপুর যুব সমিতির সহ-সভাপতি সৈয়দ আহমেদ খান, রসুলপুর ক্রীড়া শিক্ষাপ্রতিষ্ঠানের উপদেষ্টা মেজর (অবসরপ্রাপ্ত) আফজাল তারেক, , রসুলপুর যুব সমিতির সাধারণ সম্পাদক হাফিজুর রহমান খান ( বিটু।এসময় উপস্থিত ছিলেন, জেলা জাতীয় পার্টির সাংগঠনিক সম্পাদক আকরাম হোসেন খান বাপ্পি, জেলা জাতীয় পার্টির প্রচার সম্পাদক কমল বিশ্বাস, ধর্ম বিষয়ক সম্পাদক নাঈম হাসান, যুবনেতা আবু তাহের, মো. ইয়াসিন আলী।
খেলায় রসুলপুর ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান বালক ও বালিকাদল বনাম খুলনা এজাজ ফুটবল একাডেমী বালক দল ও বালিকা দল অংশ নেয়। খেলায় বালক দল রসুলপুর ক্রীড়া শিক্ষাপ্রতিষ্ঠান ২-০ গোলে খুলনা এজাজ ফুটবল একাডেমীকে পরাজিত করে এবং বালিকা দল খুলনা এজাজ ফুটবল একাডেমীকে ১-০ গোলে পরাজিত করে। খেলা শেষে সাফজয়ী নারী সাতক্ষীরার ফুটবলারদের সংবর্ধনা প্রদান করা হয়। এসময় প্রধান অতিথি হিসেবে সদর এমপি আশু বলেন, খেলাধুলার জন্য সাতক্ষীরার মাটি উর্বর। বাংলাদেশের মহিলা ফুটবল দলের নেতৃত্ব দিচ্ছেন সাতক্ষীরার মেয়েরা। আগামীতে আরো ভালো পর্যায় নিয়ে যাবে তারা।
সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন, রসুলপুর যুব সমিতির সাধারণ সম্পাদক হাফিজুর রহমান খান ( বিটু)