শাহ জাহান আলী মিটন, শহর প্রতিনিধিঃ রেমিট্যান্স আহরণকারী প্রতিষ্ঠান হিসেবে ইসলামী ব্যাংক বংলাদেশ লিঃ এর সাতক্ষীরা শাখা জেলার মধ্যে প্রথম স্থান অধীকার করেছে। এছাড়া সর্বোচ্চ রেমিট্যান্স প্রেরণকারী ব্যক্তি হিসেবে ব্যাংটির গ্রাহক মো: আলতাফ হোসেনকে সম্মাননা স্মারক ও চেক প্রদান করা হয়েছে। রবিবার (১৮ডিসেম্বর)সাতক্ষীরা শিল্পকলা একাডেমিতে অনুষ্ঠিত আন্তর্জাতিক অভিবাসি দিবসের আলোচনা সভায় আমন্ত্রিত অতিথিবৃন্দু তাদের হাতে সম্মাননা স্মারক ও চেক তুলে দেন। সর্বোচ্চ রেমিট্যান্স আহরনকারী ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড সাতক্ষীরা শাখার ব্যাবস্থাপক ও এসভিপি মুহাঃ হাফিজুর রহমান সম্মাননা স্মারক গ্রহণ করেন। এসময় অন্যান্যের মধ্যে ব্যাংটির সিনিয়র অফিসার শামসুর রহমান, অফিসার জাকির হোসেন, মোঃ ওবায়দুল্লাহসহ অনেকে উপস্থিত ছিলেন।
আন্তর্জাতিক অভিবাসি দিবস – ২০২২ উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা, সম্মাননা ও চেক প্রদান অনুষ্ঠানে ইসলামী ব্যাংক সাতক্ষীরা শাখার ব্যাবস্থাপক ও এসভিপি মুহাঃ হাফিজুর রজমান বলেন, বিশ্ব অর্থনীতিতে মন্দাভাব থাকলেও বাংলাদেশ ২০২১ সালে ৫.৪৭ শতাংশ জিডিপির প্রবৃদ্ধি ধরে রাখতে পেরেছে ব্যাংকটি। তিনি আরো বলেন, ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড শুরু থেকেই সরকারের অভীষ্ট লক্ষ্য অর্জনে এবং দেশের সার্বিক অর্থনৈতিক উন্নয়নকে বেগবান করার জন্য কাজ করে যাচ্ছে। ফলে দেশের ক্রমবর্ধমান প্রবৃদ্ধির সাথে বিভিন্ন সূচকে ইসলামী ব্যাংকের ইতিবাচক প্রবৃদ্ধি অর্জিত হয়েছে। যে সকল কারনে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড সাফল্যের শীর্ষে উঠে এসেছে। তিনি আরো বলেন, ঋণ-আমানত, রেমিট্যান্স যে কোনো বিচারে শক্তিশালী অবস্থানে আছে ইসলামী ব্যাংক। দেশের অর্থনৈতিক উন্নয়নে বড় ভূমিকা রয়েছে বাণিজ্যিক ব্যাংকের। এক্ষেত্রে সবচেয়ে এগিয়ে ইসলামী ব্যাংক। ৩০ হাজার গ্রাম মাইক্রো ফাইন্যান্সের আওতায় ব্যাংকের ১৬ লাখ গ্রাহকের মধ্যে ৯২% নারী গ্রাহক। এই গ্রাহকরা নিজেদের স্বাবলম্বী করার পাশাপাশি দেশের জিডিপিতে বড় ভূমিকা রাখছেন। এছাড় প্রবাসী আয়ে দেশের অর্থনীতর চাকা ঘুরছে।