ফিরোজ হোসেন, সাতক্ষীরা : সাতক্ষীরা সদর উপজেলায় ৩দিন ব্যাপী ক্লাইমেট স্মার্ট কৃষি প্রযুক্তি মেলা ২০২৪ এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১১ই মার্চ) বেলা ৩ টায় সাতক্ষীরা সদর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে সদর উপজেলা ডিজিটাল কর্ণারে এ সমাপনী ও পুরস্কার বিতরণ করা হয়। অনুষ্ঠানে সাতক্ষীরা সদর উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ
মো. মনির হোসেন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ও পুরস্কার বিতরণ করেন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শামীম ভূঁইয়া। এসময় বক্তব্য রাখেন, সদর উপজেলা অতিরিক্ত কৃষি অফিসার প্লাবনী সরকার, উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা আব্দুল গনি, উপসহকারি কৃষি অফিসার অমল ব্যাণার্জী, আব্দুল আলিম প্রমুখ।
এসময় সাতক্ষীরা পৌরসভাসহ সদর উপজেলার সকল উপ-সহকারী কৃষি কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। মেলায় সেরা স্টল সজ্জিত করণে ধুলিহর ইউনিয়নের উপ-সহকারী কৃষি কর্মকর্তা আফসানা আইরিনসহ ৫ জন উপ-সহকারী কৃষি কর্মকর্তাকে পুরস্কৃত করা হয়। উল্লেখ গত ৯ই মার্চ ৩ দিন ব্যাপী ক্লাইমেট স্মার্ট কৃষি প্রযুক্তি মেলা ২০২৪ এর উদ্বোধন করা হয়।