স্টাফ রিপোর্টার : সাতক্ষীরা সরদ উপজেলা পরিষদের মাসিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৫ জুন ) বেলা ১১ টায় সদর উপজেলা পরিষদের ডিজিটাল কনফারেন্স রুমে এ সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার শোয়াইব আহমাদ’র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. মশিউর রহমান বাবু। এসময় উপস্থিত ছিলেন ভাইস চেয়ারম্যান প্রকৌশলী শামস ইসতিয়াক শোভন ও কোহিনুর ইসলাম, সহকারী কমিশনার ভূমি অতিশ সরকার । সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা অফিসার শেখ সহিদুর রহমান, সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. ইয়ারুল হক, সদর উপজেলা প্রকৌশলী ( এলজিইডি) মো. ইয়াকুব আলী, সদর উপজেলা কৃষি অফিসার মনির হোসেন, সদর উপজেলা জনস্বাস্থ্য কার্যালয়ের সহকারী প্রকৌশলী মো. মফিজুর রহমান, সদর উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ ফরহাদ জামিল, আলিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মো. আব্দুর রউফ,শিবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আবুল কালাম আজাদ, বৈকারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু মো. মোস্তফা কামাল, ঘোনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আব্দুল কাদের, ধুলিহর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিজান চৌধুরী, ফিংড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. লুৎফর রহমান, বাশদহা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাস্টার মফিজুর রহমান, আগরদাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. কবির হোসেন মিলন, ব্রহ্মরাজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আলাউদ্দিন, কুশখালী ইউনিয়ন পরিষদের (ভারপ্রাপ্ত) চেয়ারম্যান মনিরুল ইসলাম। এসময় সদর উপজেলার বিভিন্ন অফিসের কর্মকর্তাগন উপস্থিত ছিলেন। এর আগে সকাল ১০ সদর উপজেলা পরিষদের মাসিক আইন শৃঙ্খলা বিষয়ক মিটিং অনুষ্ঠিত হয়। এতে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শোয়াইব আহমাদ’র সভাপতিত্বে আইন শৃঙ্খলা বিষয়ক কমিটির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।