আজ সকালে নিউ মার্কেট মোড়স্থ স. ম. আলাউদ্দিন চত্ত্বরে এক আলোচনা সভায় বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টি সাতক্ষীরা জেলা শাখার সদস্য সচিব মুনসুর রহমান বলেছেন, সরকারের স্বেচ্ছাচারিতায় আমলা ও দুর্নীতিগ্রস্ত আওয়ামী রাজনীতিবিদদের কাছে জিম্মি জনমানুষ। রাষ্ট্রীয় সিস্টেমের ত্রুটির জন্য নিত্যপণ্যের বাজার মানুষের নাগালের বাইরে, মানুষের মনে আগুন জ্বলছে, মানুষের ভাতের অধিকার কেড়ে নেওয়া হচ্ছে, সড়কের ধারের ভাসমান দোকানগুলো উচ্ছেদ করার পায়তারা চলমান। অথচ আইন প্রণেতারা তাদের জন্য একটি সাবলীল নীতিমালা তৈরি না করে কোটি টাকার গাড়িতে ঘুরে বেড়াচ্ছে দিকবিদক। আবার সরকার কোটি কোটি মানুষকে বেকারত্বের ফাঁদে ফেলে উন্নয়নের গল্প শোনাচ্ছে। তবে রাজপথে নেমে আন্দোলনমুখী হচ্ছে না ভুক্তভোগীরা। বিষয়টি সত্য। সবাই নিরবে ঘরের কোণে বসে রাতের আঁধারে নির্ভিতে কাঁদছে। হতাশা আর নিরাশার কালো ধোঁয়ায় শত শত মানুষের স্বপ্ন সাগরের গহীন তলানিতে নিমিজ্জিত। তাদের কান্না বন্ধ করে একটি সুন্দর নীতিমালা তৈরির উদ্যোগ গ্রহণ করা জরুরী।
তিনি আরও বলেন, আজকে যারা জনপ্রতিনিধ তারা জনমানুষের অর্থনৈতিক মুক্তির কথা না ভেবে নিজেদের পেটের উন্নয়ন করতে বদ্ধপরিকর। জেলায় বেড়েই চলেছে শিক্ষিত বেকারের পাশাপাশি কর্মহীন হতদরিদ্র মানুষের সংখ্যা। কেউ কেউ কাজ না পেয়ে, আবার কেউ কেউ কাজ হারিয়ে চুরি-ছিনতাই করতে বাধ্য হচ্ছে। সম্প্রতি জেলায় চুরি-ছিনতাই এর মতো ঘটনা বৃদ্ধি পেয়েছে। আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা মানুষকে নিরাপত্তা দিতে খাচ্ছে হিমশিম। এর থেকে জনমানুষকে মুক্তির একমাত্র পথ তাদের বেকারত্ব দুর করা। আর সেই কাজটি করার জন্য দ্রুত জেলার ৪টি পয়েন্টে হর্কাস মাকের্ট গড়ে তোলো দরকার। অথচ সেই কাজটি করতে বরাবরই ব্যর্থ হচ্ছে রাষ্ট্রের স্থানীয় প্রশাসনের প্রতিনিধিরা। এই রাষ্ট্রে আওয়ামী নেতাদের খবরদারির রাজনৈতিক গন্ডি থেকে বের হয়ে অধিকার বঞ্চিত শ্রমিকশ্রেণীসহ শোষিত-নিপীড়িত শ্রেণীর সকল মানুষকে সাথে নিয়ে একটি বৃহৎ আন্দোলনের মাধ্যমে কল্যাণকর, গণমূখী, গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠার মাধ্যমেই জনমানুষকে মুক্ত করতে পার্টির সদস্যদের গণসংগ্রাম জোরদার করার আহবান জানান।
শুক্রবার সকালে ভাসমান ক্ষুদ্র ব্যবসায়ীদের পুর্নবাসন করার দাবি, ‘‘গরীবদের বাঁচাও, দুনিয়ার মজদুর এক হও, শ্রমিকশ্রেণীসহ শোষিত-নিপীড়িত শ্রেণীকে মুক্ত কর’’ এই স্লোগান হৃদয়ে লালনের মাধ্যমে নিউ মার্কেট মোড়স্থ স. ম. আলাউদ্দিন চত্ত্বরে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। পার্টির আহবায়ক এটিএম রহিফ উদ্দিন সরদারের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য রাখেন মো. বায়েজীদ হাসান প্রমূখ। এসময় মরিয়ম খাতুন, মো. আলাউদ্দিন, আলী হোসেন, আব্দুল গফ্ফার, হুমায়ুন প্রমূখ উপস্থিত ছিলেন। সভা শেষে মো. বায়েজীদ হাসানকে আহবায়ক ও মো. আলাউদ্দিনকে সদস্য সচিব করে ১৩ সদস্য বিশিষ্ট সাতক্ষীরা পৌর শাখার প্রাথমিক কমিটি গঠন করা হয়।