স্টাফ রিপোর্টার: শহরের কাটিয়াস্থ সরদার ইসমাইল ট্রাষ্টের বিরুদ্ধে ষড়যন্ত্র ও প্রতিষ্ঠানের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. মহসিন এর উপর হামলার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।রবিবার (৩১ শে ডিসেম্বর) দুপুরে
সাতক্ষীরা শহীদ আব্দুর রাজ্জাক পার্কের শহীদ মিনার চত্বরে সরদার ইসমাইল ট্রাষ্ট এর কর্মকর্তা- কর্মচারীদের আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। সরদার ইসমাইল ট্রাষ্ট এর প্রতিষ্ঠানের উপর নির্মিত ইরতেজা ব্রিডার পোল্ট্রি ফার্ম এন্ড হ্যাচারীর ম্যানেজার মাসুদ রাসেল এর সভাপতিত্বে মানববন্ধনে
বক্তব্য রাখেন বাংলাদেশ জাসদ সাতক্ষীরা জেলা শাখার সভাপতি বীর মুক্তিযোদ্ধা সরদার কাজেম আলী’ জেলা ভূমিহীন সমিতির সভাপতি মো. কওছার আলী, সাধারণ সম্পাদক আব্দুস সামাদ, বাংলাদেশ জাসদ সাতক্ষীরা জেলা শাখার সাধারণ সম্পাদক অধ্যাপক ইদ্রিস আলী, ইরতেজা ব্রিডার পোল্ট্রি ফার্ম এন্ড হ্যাচারীর স্টাফ আফরোজা, রুমা খাতুন,
রহিমা, ফজিলা, নাসিমা, সিরাজুল ইসলাম, ঝর্ণা, রিজিয়া, মালা খাতুন, মারুফ, আতিক, রাজ, আলামীন, আব্দুর রায়হান, পারভেজ প্রমুখ। এসময় বক্তারা বলেন, সরদার ইসমাইল ট্রাষ্টের বিরুদ্ধে ষড়যন্ত্রের অংশ হিসেবে উক্ত ট্রাষ্টের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. মহসিন এর উপর তার সহদর দুই ভাই বাসার ও সাঈদ গত ১৬/৩/২০২৩ তারিখে ভাড়াটিয়া মাস্তান দিয়ে নিজ বাসায় হামলা করে তার হাত ভেঙ্গে দেয় । এছাড়া গত ২৫ নভেম্বর সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়ের মাঠ এলাকায় আবারও দেশীয় অস্ত্র শস্ত্রে সজ্জিত হয়ে মো. মহসিন এর উপর হামালা চালায়। সেই হামলায় তার চোখের হাড় ভেঙ্গে বর্তমানে সে চিকিৎসাধীন অবস্থায় আছে। বক্তারা আরো বলেন,গত ১৪ ডিসেম্বর তার সহদর দুই ভাই বাসার ও সাঈদসহ ভাড়াটিয়া মাস্তান বাহিনী নিয়ে সরদার ইসমাইল ট্রাষ্টের উপরে স্থাপিত ইরতেজা ব্রিডার পোল্ট্রি ফার্ম এন্ড হ্যাচারী
ভাংচুর করে মূরগী লুটপাট করে প্রায় পাঁচলক্ষ টাকার মালামাল নিয়ে যায়। ফার্মে কর্মরত কর্মচারীরা ১৯৯৮ সাল থেকে কাজ করে জীবীকা নির্বাহ করে। বর্তমানে হামলার ঘটনায় ফার্মসহ হ্যাচারীর কর্মরত ২৫ টি পরিবার চরম আতঙ্কে দিন কাটাচ্ছে। তাই হামলাকারীরা যাহাতে পূর্ণরায় ফার্মে হামলা চালিয়ে কর্মকর্তা কর্মচারীদের জানমাল ও প্রতিষ্ঠানের ক্ষয়ক্ষতি করতে না পারে এ ব্যাপারে ভুক্তভোগীরা সাতক্ষীরা পুলিশ সুপারসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করেছেন।