ফিরোজ হোসেন, সাতক্ষীরা : সরদার ইসমাইল ট্রাস্ট এর পক্ষ থেকে অসহায় শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার ১৮ ই জানুয়ারী সকাল সাড়ে ১১ টায় শহরের কাটিয়াস্থ সরদার ইসমাইল ট্রাস্ট চত্বরে এ শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়। অনুষ্ঠানে সরদার ইসমাইল ট্রাস্টের ভারপ্রাপ্ত সেক্রেটারী মো. মহাসিন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অসহায়, দুস্থ্য পরিবারের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করেন সাতক্ষীরা জেলা তথ্য অফিসার মো.জাহারুল ইসলাম টুটুল। এসময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবদিগন্ত সংস্থার নির্বাহী পরিচালক মো. বজলুর রহমান,জেলা জাতীয় পার্টির যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ ইমামুল মোসলেমুন দাদু, জেলা মুক্তিযোদ্ধা সংহতি পরিষদের সাধারণ সম্পাদক মো. হাসান ইমামসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। প্রধান অতিথি এসময় বলেন, তীব্র শীতে অসহায় মানুষের পাশে আমাদের এগিয়ে আসতে হবে। এটা একটি মানবিক দায়িত্ব। সরদার ইসমাইল ট্রাস্ট যেভাবে শীতার্ত মানুষের পাশে দাঁড়িয়েছে ঠিক একইভাবে বিত্তবান ব্যক্তি ও প্রতিষ্ঠানের মালিকদের অসহায় শীতার্ত মানুষের মাঝে দাঁড়ানো উচিত। এসময় সরদার ইসমাইল ট্রাস্টের (ভারপ্রাপ্ত) সেক্রেটারী মো. মহাসিন বলেন, এবার ধারাবাহিক ভাবে প্রতিষ্ঠানের পক্ষ থেকে শতাধিক শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হবে। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন ইরতেজা ব্রিডার পোল্ট্রি ফার্ম এন্ড হ্যাচারীর ম্যানেজার মাসুদ রাসেল।