মোঃ খলিলুর রহমান::
তালার ৩নং সরুলিয়া ইউনিয়নের জটিল সমীকরনখ্যাত ২নং ওয়ার্ডের ইউপি সদস্য নির্বাচনকে ঘিরে ব্যাপক আলোচনা সমালোচনার ঝড় বইছে। এ ওয়ার্ড থেকে যে সমস্ত প্রার্থীরা প্রতিদ্ব›িদ্বতা করবেন তার মধ্যে অন্যতম ব্যবসায়ী মোঃ আজিবার গাজী রয়েছে আলোচনার শীর্ষে। অন্যান্য প্রার্থীরাও বিগত দিনে নির্বাচনে অংশ নিয়ে নির্বাচিত হলেও বর্তমান সময় অনুযায়ী আজিবার গাজী ভোটারদের মন জয় করতে সক্ষম হয়েছে। ভক্ষক নয় সেবাই মানব সেবার মূলনীতি এ প্রতিপাদ্যকে সামনে রেখে জনপ্রতিনিধি নির্বাচিত হতে সকলের দ্বারে দ্বারে ভোট প্রার্থনা করছে। এ ওয়ার্ডের নির্বাচনী এলাকা বড়বিলা ও খোর্দ্দ নিয়ে গঠিত। প্রায় ৪ হাজার ভোটার বড়বিলা কেন্দ্রে ভোট প্রয়োগ করে নিজেদের ওয়ার্ডের অভিভাবক নির্বাচিত করবেন। সেদিক থেকে সৎ, যোগ্য ও সময়োপযোগী প্রার্থী হিসেবে আজিবারের বিকল্প নেই বলে একাধিক ভোটারদের অভিমত। ইতিমধ্যে পাড়া মহল্লায় আজিবার গাজীর বিজয় সুনিশ্চিত বলে ভোটাররা অভিমত ব্যক্ত করে চলেছেন। এ ওয়ার্ডের জনপ্রতিনিধি হিসেবে ব্যক্তি ইমেজ অনেকটাই প্রাধান্য। তাই সকল বিষয় মাথায় রেখে আজিবার গাজীর বিজয়ে ভোটাররা উদ্বুদ্ধ হয়ে উঠেছে।গতকাল বিকালে প্রায় শতাধিক ভ্যান গাড়ি নিয়ে তার এলাকায় প্রচারনা করেন যা এলাকার মানুষদের তাগ লাগিয়ে দেন এবং ভোটারদের নজর কেড়ে নেয়। আজিবার গাজী দীর্ঘ তিন বছর যাবত ব্যপক সমাগমের মাধ্যমে নির্বাচনী প্রচারনা চালিয়ে যাচ্ছেন। আজিবার গাজী বলেন, আমি নির্বাচিত হলে আমার এলাকার সার্বিক উন্নায়নে আমার জীবনকে বিলিয়ে দেব।