ফিরোজ হোসেন :
সাতক্ষীরা প্রেসক্লাবের অর্থ সম্পাদক
সাংবাদিক জিললুর রহমানের মায়ের মৃত্যুতে
সাতক্ষীরা জেলা জামায়াতের পক্ষ থেকে গভীর শোক জ্ঞাপন করে বিবৃতি দিয়েছেন সাতক্ষীরা জেলা জামায়াত নেতৃবৃন্দ। বৃহস্পতিবার সন্ধ্যায় জেলা জামায়াতের আমীর উপাধ্যক্ষ শহিদুল ইসলাম মুকুল
ও জেলা সেক্রেটারি মাওলানা আজিজুর রহমান এক যৌথ বিবৃতিতে এ শোক বার্তা জ্ঞাপন করেন। বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, মহান আল্লাহর ডাকে সাড়া দিয়ে সাংবাদিক মুহা: জিললুর রহমানের মাতা ফজিলাতুন্নেছা (৭৫) দুনিয়ার জীবন ত্যাগ করেছেন। মহান রব তার জীবনের সকল গুনাহ মাফ করে জান্নাতুল ফেরদৌসের মেহমান হিসেবে কবুল করুন এবং শোক সন্তপ্ত পরিবারের সকল সদস্যদের ধৈর্য ধরার তৌফিক দান করুন আমিন।
উল্লেখ মরহুমা সাতক্ষীরা প্রেসক্লাবের অর্থ সম্পাদক ও দৈনিক নয়া দিগন্ত পত্রিকার সাতক্ষীরা জেল প্রতিনিধি মুহা: জিললুর রহমানের মাতা ও সাতক্ষীরা সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক মরহুম মোঃ ইউনুস আলীর স্ত্রী ফজিলাতুন্নেছা (৭৫)। তিনি বৃহস্পতিবার (১ জানুয়ারি ২০২৬) বিকাল সাড়ে ৩ টার দিকে সাতক্ষীরা শহরের এসডি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজেউন)। মৃত্যুকালে তিনি দুই পুত্র ও পাঁচ কন্যা সন্তানসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুনাগ্রহী রেখে গেছেন।
শুক্রবার (২ জানুয়ারি) মরহুমের পুরাতন সাতক্ষীরা সরদার বাড়ী নিজস্ব বাস ভবনে শুক্রবার বেলা ১১ টায় নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে।
