প্রেস-বিজ্ঞপ্তি : সম্মিলিত সাংবাদিক এসোসিয়েশনের প্রচার ও দপ্তর সম্পাদক এবং দৈনিক একুশে সংবাদের জেলা প্রতিনিধি মো. মাসুদ আলী’র স্ত্রী নিলুফা ইয়াসমিন’র আশু রোগমুক্তি ও সুস্থতা কামনা করে বিবৃতি দিয়েছেন সম্মিলিত সাংবাদিক এসোসিয়েশন এর সভাপতি খন্দকার আনিসুর রহমান ও সাধারণ সম্পাদক গাজী ফরহাদ, সিনিয়র সহ-সভাপতি সাংবাদিক মেহেদী আলী সুজয়, সহ-সভাপতি মো. আব্দুর রহিম, যুগ্ম সাধারণ সম্পাদক মাহাফিজুল ইসলাম আককাজ, সাংগঠনিক সম্পাদক শেখ কামরুল ইসলাম, অর্থ সম্পাদক মো. সেলিম হোসেন, কার্যনির্বাহী সদস্য মীর মোস্তফা আলী, আব্দুল্লাহ আল-মামুন, মো. রাহাত রাজা, এম বেলাল হোসাইন, মো. আব্দুর রহমান, মো. ফিরোজ হোসেন, মো. আসাদুজ্জামান সরদার মধু, সৈয়দ সাদিকুর রহমান, মো. শহিদুজ্জামান শিমুল, মো. রিজাউল করিম, আজিজুল ইসলাম ইমরান, ফাহাদ হোসেন, সোহরাব হোসেন, শাহজাহান আলী (মিটন), এস.এম হাবিবুল হাসান ও মো. হোসেন আলী প্রমুখ। সম্মিলিত সাংবাদিক এসোসিয়েশনের প্রচার ও দপ্তর সম্পাদক এবং দৈনিক একুশে সংবাদের জেলা প্রতিনিধি মো. মাসুদ আলী’র স্ত্রী নিলুফা ইয়াসমিন সম্প্রতি অসুস্থ্য হলে তাকে প্রথমে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়। পরে গুরুতর অসুস্থ্য হয়ে পড়লে তাকে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়। ব্রেণ স্ট্রোক, কিডণী ও ডায়াবেটিকস রোগে আক্রান্ত হয়ে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের ৭ম তলায় ৭৪৯ নং কেবিনে মেডিসিন বিশেষজ্ঞ ডা. আসাদুজ্জান এর তত্বাবধানে চিকিৎসাধীন রয়েছেন। সম্মিলিত সাংবাদিক এসোসিয়েশনের প্রচার ও দপ্তর সম্পাদক এবং দৈনিক একুশে সংবাদের জেলা প্রতিনিধি মো. মাসুদ আলী’র স্ত্রী নিলুফা ইয়াসমিন’র আশু রোগমুক্তি ও সুস্থতা কামনা করে সকল সাংবাদিকসহ সাতক্ষীরাবাসীর নিকট দোয়া কামনা করেছেন সম্মিলিত সাংবাদিক এসোসিয়েশনের নেতৃবৃন্দ।
পূর্ববর্তী পোস্ট