স্টাফ রিপোর্টার : অসুস্থ্য গ্লোবাল টেলিভিশন ও দৈনিক আজকের তথ্য পত্রিকার সাতক্ষীরা প্রতিনিধি রাহাত রাজাকে দেখতে হাসপাতালে গেলেন দৈনিক আলোর পরশ পত্রিকার সম্পাদক ও জেলা জামায়াতের নায়েবে আমীর শেখ নুরুল হুদা। গতকাল তিনি ইসলামী ব্যাংক কমিউনিটি হাসপাতালে চিকিৎসাধীন থাকা সাংবাদিক রাহাত রাজার খোজ নেন ও তার
সুস্থ্যতা কামনা করে দোয়া করেন। এসময় উপস্থিত ছিলেন দৈনিক সংগ্রাম পত্রিকার জেলা সংবাদদাতা আবু সাইদ বিশ্বাস, দৈনিক লাখকন্ঠ ও ইংরেজি পত্রিকা দি ডেইলি ভয়েজ অব এশিয়া পত্রিকার জেলা প্রতিনিধি ফিরোজ হোসেন, দৈনিক জবাবদিহি পত্রিকার জেলা প্রতিনিধি শাহজান আলী মিটন, দৈনিক আশ্রয় প্রতিদিন পত্রিকার জেলা প্রতিনিধি মুহাঃ মুজাহিদ, ইসলামী ব্যাংক কমিউনিটি হাসপাতালের প্রশাসনিক ইনচার্জ মাহবুবুর রহমান প্রমুখ।
শেখ নুরুল হুদা রাহাত রাজার দ্রুত সুস্থতার কামনা করে মহান আল্লাহ রাব্বুল আলামীনের নিকট দোয়া করেন। উল্লেখ সাংবাদিক রাহাত রাজা হার্নিয়াজনিত কারনে হাসপাতালে ভর্তি হয়ে অপারেশনের জন্য হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
পূর্ববর্তী পোস্ট