ফিরোজ হোসেন, সাতক্ষীরা : “প্রবাসী কর্মীরা উন্নয়ননের অংশীদার, সমুন্নত রাখবো তাদের অধিকার ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে আন্তর্জাতিক অভিবাসী দিবস ২০২৩ উদযাপন উপলক্ষে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৮ ডিসেম্বর) সকাল ১০টায় সাতক্ষীরা জেলা প্রশাসন এবং জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের আয়োজনে সাতক্ষীরা সদর উপজেলা পরিষদের সামনে হতে এক বর্ণাঢ্য র্যালী শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে সাতক্ষীরা উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভায় মিলিত হয়। জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের সহকারী পরিচালক মোস্তফা জামান এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. সরোয়ার হোসেন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শামীম হোসেন ভূইয়া, সাতক্ষীরা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র (টিটিসি)’র অধ্যক্ষ কে.এম মিজানুর রহমান , জেলা তথ্য অফিসার জাহারুল ইসলাম টুটুল, সদর উপজেলা সমাজ সেবা অফিসার শেখ সহিদুর রহমান, অগ্রনী ব্যাংক সাতক্ষীরা শাখার ব্যবস্থাপক জিল্লুর রহমান। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের জরিপ অফিসার মো. আব্দুল মজিদ । এসময় বিভিন্ন ব্যাংকের প্রতিনিধিগন উপস্থিত ছিলেন।