শাহ জাহান আলী মিটন, শহর প্রতিনিধিঃ
সাতক্ষীরায় ৪৪ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ২০২৩ উপলক্ষে ‘পানি ও বিদ্যুৎ অপচয়রোধে আমাদের করনীয়’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। সোমবার ( ৫ জুন) দুপুর ২টায় সাতক্ষীরা জেলা প্রশাসনের আয়োজনে, জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি ঢাকার সহযোগিতায়, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উপলক্ষে ২ দিনের বিজ্ঞান মেলা শেষে ‘পানি ও বিদ্যুৎ অপচয়রোধে আমাদের করনীয়’ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয় ।
অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) শেখ মঈনুল ইসলাম মঈন’র সভাপতিত্বে সেমিনারারে প্রধান আলোচক হিসেবে পানি ও বিদ্যুৎ অবচয়রোধে আমাদের করনীয় বিষয়ক বক্তব্য রাখেন সাতক্ষীরা সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর বাসু দেব বসু।
এসময় উপস্থিত ছিলেন নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল আমিনসহ বিভিন্ন স্কুল কলেজের শিক্ষক ও ছাত্র ছাত্রী বৃন্দ।
উল্লেখ, জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উপলক্ষে ২ দিনের বিজ্ঞান মেলা শেষে জেলা ও উপজেলা পর্যায়ে ক্ষুদে বিজ্ঞানী হিসেবে ১ম,২য় ও ৩য় স্হান অধিকারী শিক্ষা প্রতিষ্ঠানকে পুরস্কার বিতরণ করা হয়।
সমগ্র অনুষ্ঠান সঞ্চালন করেন সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক আব্দুস সবুর ।