শাহ জাহান আলী মিটন , সাতক্ষীরা ঃ সাতক্ষীরায় ৭ দিন ব্যাপী ভূমিসেবা সপ্তাহ ২০২৩ এর শুভ উদ্বোধন করা হয়েছে। ২২ শে মে সোমবার বেলা ১১টায় সাতক্ষীরা জেলা প্রশাসনের আয়োজনে সাতক্ষীরা কালেক্টরেট চত্বরে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বেলুন ও ফেস্টুন উড়িয়ে ভূমিসেবা সপ্তাহ’র উদ্বোধন করেন সাতক্ষীরা জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবির।
এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) কাজী আরিফুর রহমান, আরডিসি মহিউদ্দিন, সদর উপজো সহকারী কমিশনার সুমনা আইরিন, এনডিসি বাপ্পী দত্ত রনি,নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল আমিন ও সজীব তালুকদার, সাতক্ষীরা পৌর ভূমি কর্মকর্তা কামরুল ইসলাম প্রমুখ।
উল্লেখ ২২ শে মে থেকে ২৮শে মে পর্যন্ত উক্ত ভূমিসেবা সপ্তাহ চলবে। এসময় ভূমিসেবা প্রার্থীরা জেলা প্রশাসকের নিকট বিভিন্ন অভিযোগ তুলে ধরেন। উদ্বোধনী বক্তব্যে প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, জেলায় ভূমি সংক্রান্ত সমস্যা জানালে স্টল থেকে তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহন করা হবে। #