নিহত প্রতিনিধি ঃ সাতক্ষীরা শহরের মিলবাজার সংলগ্ন ৩৩ বিজিবি ক্যাম্পের সামনে সড়ক দুর্ঘটনায় ভারতীয় প্রকৌশলী
অসীম কুমার বিশ্বাস ও তাঁর স্ত্রী ছবি বিশ্বাস নিহতের ঘটনায় ঘাতক ট্রাক চালক রেজাউল করিম বাবু ও হেলপার ইয়াকুব হোসেনকে গ্রেফতার করেছে র্যাব-৬ এর সদস্যরা। রবিবার (২৬ নভেম্বর) ভোর রাত ৪টার দিকে কালিগঞ্জ থানা এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়। এরপর বেলা সাড়ে ১২টায় এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান র্যাব-৬ এর সাতক্ষীরা ক্যাম্পের
কমান্ডার এ.এসপি নাজমুল হক ।
গ্রেফতারকৃত ট্রাক চালক রেজাউল করিম বাবু (৩৮) কালিগঞ্জ উপজেলার চালতাবাড়ীয়া গ্রামের মৃত কাউছার আলী খাঁর ছেলে এবং হেলপার ইয়াকুব হোসেন (২২) একই এলাকার ফজর আলী গাজীর ছেলে। র্যাব-৬ এর সাতক্ষীরা ক্যাম্পের কমান্ডার (দায়িত্বপ্রাপ্ত) এ.এসপি মো. নাজমুল হক জানান, শনিবার (২৫ নভেম্বর) সকালে ভারতীয়
প্রকৌশলী অসীম কুমার বিশ্বাস ও তার স্ত্রী ছবি বিশ্বাস সাতক্ষীরা-খুলনা মহাসড়কেমিলবাজার সংলগ্ন সাতক্ষীরা ৩৩ বিজিবি ক্যাম্পের সামনে তাদের বহনকারী প্রাইভেটকার ও
ট্রাকের মুখোমুখি সংঘর্ষে মারা যান। এঘটনায় তাদের নিকট আত্মীয় বিরেন সাহা বাদী হয়ে উক্ত ট্রাকের চালক ও হেলপারকে
আসামী করে সাতক্ষীরা সদর থানায় একটি মামলা দায়ের করেন। এরপর র্যাব-৬ এর সাতক্ষীরা ক্যাম্পের সদস্যরা তাদের গ্রেফতারে
অভিযান শুরু করেন। একপর্যায়ে গোপন সংবাদের ভিত্তিতে কালিগঞ্জে থানা এলাকায় অভিযান চালিয়ে ঘাতক ট্রাক চালক
রেজাউল করিম বাবু ও হেলপার ইয়াকুব হোসেনকে গ্রেফতার করতে
সক্ষম হন।