স্টাফ রিপোর্টার, সাতক্ষীরা :সাতক্ষীরায় পূর্ব শত্রুতার জের ধরে বখাটে ও মাদক সেবনকারীদের হাতে দায়ের কোপে জখমের স্বীকার হয়েছেন আফিয়া আফরিন (৩২) নামের এক গৃহবধূ। ঘটনাটি ৯ ই ডিসেম্বর রাত ৮ টায় আলীপুর ইউনিয়নের বুলারাটি গ্রামে ঘটে। আহত গৃহবধূ ঐ গ্রামের মো. শরিফুল ইসলাম এর স্ত্রী। বর্তমানে সে সাতক্ষীরা সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। এ ঘটনায় সাতক্ষীরা সদর থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযোগ সূত্রে জানা যায়, ৯ ডিসেম্বর আনুমানিক রাত ৮ টার দিকে তালবাড়িয়া এলাকার আমজাদ হোসেন এর পুত্র জাহিদ হোসেন (ফনু), মো. মনিরের পুত্র মো. ইব্রাহিম, রবিউল ইসলাম এর পুত্র রায়হান হোসেন, আব্দুর রউফের পুত্র তারিফ হোসেন সংবদ্ধ হয়ে পরিকল্পিতভাবে পাশ্ববর্তী বুলারাটি গ্রামের মো. শরিফুল ইসলাম এর স্ত্রী (২ সন্তানের জননী) আফিয়া আফরিন (৩২) এর উপরে ধারালো,লোহার রডসহ দেশী অস্ত্র শস্ত্রে সজ্জিত হয়ে হামলা করে। এক পর্যায়ে হামলাকারী ইব্রাহীমের দায়ের কোপে আফিয়া আফরিন এর মাথায় গুরুতর জখম হয়। এসময় অন্যান্য হামলাকারীরা তার গলায় থাকা ৮ আনা ওজনের স্বর্ণের চেন ছিনিয়ে নেয়। গৃহবধূর আত্মাচিৎকারে প্রতিবেশীরা এগিয়ে আসলে হামলাকারীরা জীবননাশের হুমকি দিয়ে স্থান ত্যাগ করে । আহত গৃহবধূর মাথায় ৮টি সেলাই দেওয়া হয়েছে বলে হাসপাতাল সূত্রে জানা গেছে ।
এ ব্যাপারে আহত গৃহবধূর চাচা আরিফুর রহমান বাদী হয়ে হামলাকারীদের বিরুদ্ধে একটি অভিযোগ দায়ের করেছেন। বর্তমানে উক্ত বখাটেরা আহত গৃহবধূর পরিবারকে জীবননাশের হুমকি দিচ্ছে বলে ভুক্তভোগীর পরিবার জানান। বর্তমানে পরিবারটি চরম নিরাপত্তাহীনতায় ভূগছে। ভুক্তভোগী পরিবারটি ব্যাপারে সাতক্ষীরা পুলিশ সুপারসহ সংশ্লিষ্ট কতৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করেছেন।
পূর্ববর্তী পোস্ট