জাকির হোসেন মিঠু : সাতক্ষীরার আশাশুনিতে খোলপেটুয়া নদীর দয়ারঘাট এলাকায় ৪টি পয়েন্টে বেঁড়িবাঁধ ভেঙে তিনটি গ্রাম প্লাবিত হয়েছে। মঙ্গলবার দুপুরের পর প্রবল জোয়ারের তোড়ে ক্ষতিগ্রস্ত বেঁড়িবাধ ভেঙে উপজেলার জেলেখালি, দয়ারঘাট ও উপজেলা সদরের দক্ষিণ এলাকা প্লাবিত হয়। এতে কমপক্ষে অর্ধশতাধিক মৎস্য ঘের ও শতাধিক বাড়ি প্লাবিত হয়েছে।
আশাশুনি সদরের দক্ষিন পাড়া গ্রামের শিক্ষক অমল কুমার, রনজিত কুমার বৈদ্য ও বিধান কুমার বৈদ্য জানান, মঙ্গলবার দুপুর ২ টার আকস্মিকভাবে খোলপেটুয়া নদীর প্রবল ¯্রােতে তাদের বাড়ির নিকটে বেড়িবাধের রিং বাঁধ ভেঙ্গে আশাশুনি সদরের দক্ষিনপাড়া, দয়ারঘাট ও জেলেখালী গ্রাম প্লাবিত হয়েছে। এসব গ্রামে এখন লোনা পানির জোয়ার ভাটা খেলছে বলে জানান তারা। পানিবন্দি হয়ে পড়েছে ৩ থেকে ৪ হাজার মানুষ। তাছাড়া কমপক্ষে অর্ধশতাধিক মৎস্য ঘের ভেসে গেছে বলে জানান তারা।
আশাশুনি সদর ইউনিয়নের চেয়ারম্যান সম সেলিম রেজা মিলন জানান, খোলপেটুয়া নদীর দয়ারঘাট এলাকার বেড়িবাঁধটি দীর্ঘদিন ধরে ভঙ্গুর অবস্থায় ক্ষতিগ্রস্ত ছিলো। মঙ্গলবার দুপুরে প্রবল জোয়ারের তোড়ে তা ভেঙে জেলেখালি, দয়ারঘাট ও উপজেলা সদরের দক্ষিণ এলাকা প্লাবিত হয়। এতে কমপক্ষে শতাধিক বাড়ি এবং অর্ধশতাধিক মৎস্য ঘের প্লাবিত হয়েছে। তিনি আরো জানান, বিকেলে ভাটা শুরু হলে স্থানীয়দের নিয়ে স্বোচ্ছাশ্রমে বেঁড়িবাঁধ বাঁধার কাজ শুরু করা হবে।
এব্যাপারে পানি উন্নয়ন বোর্ড-২ এর নির্বাহী প্রকৌশলী সুধাংশু সরকার এর সাথে যোগাযোগ করার চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি।