শাহ জাহান আলী মিটন, শহর প্রতিনিধি : সাতক্ষীরা জেলা ভিত্তিক ২১ দিন ব্যাপি অস্ত্রসহ ভিডিপি মৌলিক প্রশিক্ষণ ১ম ধাপ পুরুষ সমাপনী ও সনদ বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৭ ডিসেম্বর) বেলা ১২ টার সময় সাতক্ষীরা জেলা আনসার ভিডিপি কার্যালয়ে জেলা আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর জেলা কমান্ড্যান্ট মোরশেদা খানম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মোঃ আতিকুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডিডি এন এস আই আজিজুর রহমান, সাংবাদিক মোঃ আবু সাঈদ। অনুষ্ঠানে অতিথি গন বলেন আমাদের প্রত্যেককে দেশের জন্য ভালো কাজ করতে হবে যাতে করে আগামী প্রজন্ম সুফল পায়। মাদক চোরাচালান ও বাল্যবিবাহসহ নারী নির্যাতন, ইভটিজিং এর মত ক্ষতিকর বিষয়ে যথেষ্ট ভূমিকা পালন করতে হবে। আনসার ভিডিপি ও গ্রামপ্রতিরক্ষা বাহিনী একটি সুশৃঙ্খল ও দেশ প্রেমিক শুধু তাই নয় দেশের যেকোন দূর্যোগে আমরা অগ্র সৈনিক হিসাবে ভূমিকা পালন করি। অনুষ্ঠান শেষে প্রত্যেক শিক্ষার্থীদের মাঝে সনদ প্রদান করা হয়। অনুষ্ঠানটি পরিচালনা করেন সহকারী জেলা কমান্ড্যান্ট মোঃ কামরুজ্জামান।