আক্তারুজ্জামান আক্তারুল (সাতক্ষীরা) ঃ
সাতক্ষীরার তালা উপজেলার খেশরা ইউনিয়ন ভূমি সহকারী (নায়েব) গগন মন্ডলের বিরুদ্ধে সীমাহীন দুর্নীতি ও অনিয়মের অভিযোগ উঠেছে। খেশরা ইউনিয়ন ভূমি অফিসে অনিয়ম যেন নিয়মে পরিনত হয়েছে। আর এ দূর্নীতি ও অনিয়মের অভিযোগে ইতিমধ্যে হরিহরনগর গ্রামের শওকত আলী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) বরাবর লিখিত অভিযোগ দাখিল করেছেন।
ঘটনার বিবরনে জানা যায়, খেশরা ভূমি অফিসটি তালা উপজেলার প্রত্যন্ত অঞ্চলে হওয়ায় এলাকার অসহায় নিরহ মানুষদের সরলতার সুযোগ নিয়ে গগন মন্ডল প্রতিদিন তাদের পকেট কাটছে। আর নায়েবের অপকর্মের বিরুদ্ধে কেউ প্রতিবাদ করতে গেলে তার সাথে চরম অসৌজন্য মূলক আচরণ করেন নায়েব গগন মন্ডল ও তার রক্ষিত দালাল মিন্টু। জানা যায় এই মিন্টুকে নায়েব নিজেই নিয়োগ দিয়েছেন তার এই অপকর্মের রাজত্ব করার জন্য। পিয়ন থেকে নায়েব বনে যাওয়া গগন মন্ডলের জন্ম সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার প্রত্যন্ত অঞ্চলে হলেও চাকুরী পাওয়ার পর খুলে যায় তার ভাগ্যের চাকা। তিনি এখন সাতক্ষীরা শহরের সরকারি কলেজ রোডে জায়গা কিনে আলীশান বাড়ি করে আরাম আয়েশে দিন যাপন করছেন। জানা যায়, অফিসে জমির খাজনা দেওয়ার জন্য খেশরা নায়েব অফিসের সামনে লম্বা লাইন দেখা গেলেও বিভিন্ন অযুহাতে সেবা গ্রহিতাদের ফেরত পাঠাচ্ছে। কিন্তু নায়েবের রক্ষিত দালাল মিন্টুর মাধ্যমে যোগাযোগ করে যারা অগ্রিম টাকা দিয়ে রেখেছে শুধুমাত্র তাদেরই কাজ হচ্ছে। নাম প্রকাশে অনিচ্ছুক অনেকের অভিযোগ অগ্রিম টাকা দিয়েও সময় মতো খাজনার দাখিলা কাটতে পারছি না। তার চাহিদা মতো উৎকোচ দিতে না পারলে আমাদের অকথ্য ভাষায় গালিগালাজ করেন। হরিহরনগর গ্রামের শওকত আলী, খেশরা ইউপি’র সাবেক চেয়ারম্যান এস এম লিয়াকত হোসেন জানান, নায়েবের কাছে সেবা নিতে যাওয়া মানুষদেরকে তিনি অযথা হয়রানি করেন এবং অসৌজন্য মূলক আচরণ করেন বলে একাধিক অভিযোগ আমাদের কাছে এসেছে। এ ব্যাপারে অভিযুক্ত নায়েব গগন মন্ডলের কাছে জানতে চাইলে তিনি দাম্ভিকতার সাথে বলেন, আমিতো আর ধৌয়া তুলশি পাতা না একটু এদিক সেদিক করতে হয় আমাদের। এ দিকে স্থানীয় সচেতন মহল উক্ত দুর্নীতিবাজ নায়েবের বিরুদ্ধে দুদক সহ সংশ্লিষ্ট উর্দ্ধতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন।
পূর্ববর্তী পোস্ট