আক্তারুল ইসলাম,সাতক্ষীরা:
সাতক্ষীরার তালার মাছিয়াড়ায় ৩ পুরুষের দখলীয় সম্পত্তি জোর পূর্বক দখল করে রাতারাতি ঘর তৈরীর চেষ্টার অভিযোগ উঠেছে নাছির উদ্দীন ঢালীগংদের বিরুদ্ধে। তিনি ওই গ্রামের মৃত্য আয়নুদ্দীন ঢালীর পুত্র। এঘটনায় বাঁধা দেওয়ায় হয়রানির চেষ্টাসহ হারুণ-অর-রশিদ গংদের বিরুদ্ধে পত্রিকায় মিথ্যা সংবাদ প্রকাশ করিয়েছেন। এছাড়া ক্ষেতের ফসল, পাকুরের মাছ নষ্ট সহ গৃহপালিত পশুকে জখম করার অভিযোগও রয়েছে নাছির উদ্দীন গংদের বিরুদ্ধে ।
সরেজমিন পরিদর্শন ও এলাকাবাসীর সাথে কথা বলে জানা যায়, মৃত্য আয়নুদ্দীন ঢালীর কাছ থেকে মাছিয়াড়া মৌজার ২৩৪৮ ও ২৩৫৩ দাগে ৩১.৫০ শতক জমি ক্রয় করেন হারুণ-অর-রশিদ গংদের দাদা মহাজন ঢালী। সে থেকে বংশানুক্রমে এই জমির উপর তৈরী রাস্তা দিয়ে যাতায়াতসহ ভোগদখল করছেন হারুণ-অর-রশিদ গংরা। এলাকার বয়োবৃদ্ধ মজিদ গাজী (৯২), সবুর গাজী (৫০), রেজওয়ান ঢালী (৬৫), রবিউল সরদার (৩৪), আব্দুল্লাহ গাজী (৪২), মনোয়ারা বেগম (৩৬), সুফিয়া বেগম (৫০), আমেনা বেগম (৭৫) বলেন, আমরা বুঝতে ধরে দেখে আসছি এই জমির উপর দিয়ে রাস্তা। ধান পাট সহ উৎপাদিত ফসল এই রাস্তাদিয়ে আনানেয়া করি। এখন জোরপূর্বক সেই রাস্তা দখল করে ঘর তৈরীর পায়তারা করছেন নাছির ঢালিরা। আবার তারাই সাংবাদিক ডেকে মিথ্যা সংবাদ প্রকাশ করিয়েছেন। বুধবার (১২ মে) সকালে নাছির উদ্দীন ঢালীগংরা বহিরাগত ভাড়াটিয়া সন্ত্রাসী ওই গ্রামের মৃত্য ময়নুল গাজীর ছেলে হায়দার গাজী (৪৫), মফেজ গাজীর ছেলে ইছার উদ্দীন (৫৫), মৃত্য ধোনাই গাজীর ছেলে নফর গাজী ওরফে চোরা নফর (৫৪), ভাই সবুর গাজী (৫৬), মৃত্য সবেদ ঢালীর ছেলে আব্বাস (৫৫), বাবুল (২৬), নিছার গাজীর ছেলে নিজাম গাজী সহ প্রায় ৪০ জন মানুষ সম্পূর্ণ গায়ের জোরে অন্যায় ভাবে সেই রাস্তার উপর ঘর তৈরীর চেষ্টা করেন। এসময় হারুণ-অর-রশিদ গংরা খলিলনগর পুলিশ ক্যাম্পকে অবিহিত করলে ক্যাম্প ইনচার্জ কাজ বন্ধ করে আলোচনার মাধ্যমে মিমাংসার প্রস্তাব দেন।পরের দিন নিজেদের পক্ষে সংবাদ প্রকাশের জন্য জোহরা বেগম ও তার পুত্র বধু রুমা প্রকাশ্য দিবালোকে প্রতিবেশীদের সামনেই বসত ঘরের টালী ভাংতে থাকে।এলাকাবাসি আরও জানান, এঘটনার পর থেকে নাছির ঢালীরা পুকুরের মাছ, গাছের কাঁঠাল ও ক্ষেতের ঘাস গোপনে নষ্ট করে দিচ্ছেন এবং ছাগলের বাচ্ছা পিটিয়ে পা ভেড়ে দিয়েছেন । বিষয়টির প্রতিকার চেয়ে প্রশাসনের হস্থক্ষেপ কামনা করেছেন ভূক্তভোগীরা।
পূর্ববর্তী পোস্ট