নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরা সদর উপজেলার একটি শিক্ষা প্রতিষ্ঠানের মাঠ দখল করে পাকা রাস্তা নির্মান করার অভিযোগ উঠেছে। জানা গেছে, সাতক্ষীরা সদর উপজেলার লাবসা ইউনিয়নের দক্ষিণ দেবনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠ একই গ্রামের আল হেলাল গায়ের জোরে প্রভাব খাটিয়ে নিজের চলাচলের অভিপ্রায়ে অবৈধ পন্থায় পাকা রাস্তা নির্মান করেছেন। শিক্ষা প্রতিষ্ঠান টি ১৯৩৫ ইং সালে স্থাপিত হয়। দেবনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মামুনুর রশীদ বলেন, গত শুক্রবার ২৬ শে মে শিক্ষা প্রতিষ্ঠানে কেউ না থাকার সুবাদে হেলাল কাউকে না বলে নিজেই তার ব্যক্তিগত স্বার্থে শিক্ষা প্রতিষ্ঠানের মাঠ দখল করে ইটের সোলিং করে রাস্তা নির্মান করেছেন। আল হেলাল সাতক্ষীরা সদর উপজেলার দেবনগর গ্রামের মৃত আছাবুর রহমান এর ছেলে। স্থানীয়রা জানান, আল হেলাল খাম খেয়ালিপনা লোক। সে অবৈধভাবে শিক্ষা প্রতিষ্ঠানের মাঠ দখল করে রাস্তা নির্মান করেছেন। তারা আরও বলেন, শিক্ষা প্রতিষ্ঠান উন্মুক্ত না হলে কোমলমতি শিশুদের চলাচল এমনকি খেলা ধুলায় বাধাগ্রস্ত ও প্রতিবন্ধকতা সৃষ্টি হবে। এ ছাড়া শিক্ষা প্রতিষ্ঠানের এরিয়ার মধ্যে অবৈধভাবে রাস্তা নির্মান করায় স্কুল পড়ুয়া শিক্ষার্থীদের নিরাপত্তা হুমকির মুখে পড়ার আশংকা বিদ্যমান আছে। সুশীল সমাজের মতে শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে অবৈধভাবে জোরপূর্বক রাস্তা নির্মান করার ঘটনাটি খুবই দুঃখ জনক। স্থানীয় ও সুশীল সমাজের ব্যক্তিরা দ্রুত সরকারি শিক্ষা প্রতিষ্ঠানের মাঠ দখল করে অবৈধ পন্থায় রাস্তা তৈরির হোতা আল হেলাল কে আইনের আওতায় এনে দৃষ্টান্ত মুলক শাস্তির দাবীর পাশাপাশি স্কুল ক্যাম্পাস উন্মুক্ত করার দাবি জানিয়েছেন। এ বিষয় দেবনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠ দখল করে রাস্তা নির্মানকারীর হোতা আল হেলাল এর সাথে মুঠো ফোনে আলাপকালে বলেন, আমি লাবসা ইউনিয়নের ৪ নং ওয়ার্ড এর ইউপি সদস্য আআসাদুজ্জামান আসাদ এর নির্দেশে শিক্ষা প্রতিষ্ঠানের মাঠে রাস্তা নির্মান করেছি। এ বিষয় সাতক্ষীরা সদর উপজেলা শিক্ষা অফিসার আব্দুল গনি মুঠো ফোনে আলাপকালে বলেন, কিছু প্রভাবশালী মহল দেবনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠ দখল করার পায়তারা করছিলো। তাদের বিরুদ্ধে ঐ স্কুলের প্রধান শিক্ষক ইতিপূর্বে প্রতিবাদ করার তাকে বিভিন্নভাবে হয়রানি করার তিনি নিজে বদলি হয়ে চলে গেছেন। বিষয়টি ইতিপূর্বে আমি সাতক্ষীরা সদর উপজেলা নির্বাহী অফিসার কে অবহিত করেছি। তিনি আরও বলেন, শিক্ষা প্রতিষ্ঠানের এরিয়ার মধ্যে রাস্তা নির্মান কোন ভাবেই সম্ভব নয়। তিনি বলেন, ব্যবস্থা নেওয়া হবে।
পূর্ববর্তী পোস্ট