আক্তারুল ইসলাম, সাতক্ষীরা ঃ
সাতক্ষীরার সদরের মাহমুদপুর(আলিপুর) ভোমরা সড়কের পাশে রাশেদ রাইচ মিলের বর্জ্রে দূর্গন্ধে পথচারী ও এলাকাবাসী অতিষ্ঠ হয়ে উঠেছে বলে অভিযোগ পাওয়া গেছে।
মাহমুদপুর গ্রামের মৃত. গোলাম আকবার মোড়লের পুত্র মোহম্মাদ আলী মোড়ল অভিযোগ করে বলেন, সাতক্ষীরা- ভোমরা রাস্তার পাশে রাশেদ রাইচ মিলের মালিক আলহাজ্ব খায়রুল ইসলাম জোরপূর্বক আমার বসত ঘরের পিছনে একটু মাটি কেটে গর্ত করে তাতে মিলের বর্জ্রে দূর্গন্ধযুক্ত পানি আটকে রেখেছে। এব্যাপারে আমি খায়রুলকে ও এলাকার গন্যমান্য ব্যক্তিদের বার বার বললেও কোন কর্নপাত করেনি। বরং আমাকে বিভিন্ন সময় হুমকী ধামকি দিয়ে চলেছে। এখন আবার নতুন করে আমার বাড়ির সীমানা দিয়ে গর্ত করে তাতে মিলের বর্জ্র ফেলানোর প্রক্রিয়া চালাচ্ছে। তাই আমি এব্যাপারে সাতক্ষীরা পরিবেশ অধিদপ্তর সহ প্রশাসনের আশু হস্তক্ষেপ কামনা করছি। এ বিষয় খায়রুল ইসলামের সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি।