ফিরোজ হোসেন, সাতক্ষীরাঃ
ডিজিটাল প্রযুক্তি ও উদ্ভাবন, জেন্ডার বৈষম্য করবে নিরসন” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সাতক্ষীরায় আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আমার ভাবনা, আমার কাজ টক শো অনুষ্ঠিত হয়েছে। ৮ ই মার্চ বুধবার বেলা সাড়ে ১১ টায় এক্টিভিস্টা সাতক্ষীরার আয়োজনে এবং সিডো সাতক্ষীরার বাস্তবায়নে ও গ্লোবাল প্লাটফর্ম বাংলাদেশের সহযোগিতায় জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এ টক শো অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সিডো সাতক্ষীরার প্রোগ্রাম অফিসার সরদার গিয়াস উদ্দীন আহম্মেদ এর সঞ্চালনায় উক্ত টকশো অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের প্রোগ্রাম অফিসার ফাতেমা জোহরা, এডভোকেট শাহনওয়াজ পারভীন মিলি, সিডো সংস্থার প্রধান নির্বাহী শ্যামল কুমার বিশ্বাস। টক শো অনুষ্ঠানে অনলাইনভিত্তিক নারী উদ্যোক্তা হিসেবে, পূর্ণতা স্বত্বাধিকারী ইসারাত জাহান পূর্ণতা,খুলনার খেয়া স্বত্বাধিকারী রিক্তা মন্ডল ও ফ্রি ল্যান্সার হিসেবে আনিফা আনজুরাকে শুভেচ্ছা স্মারক প্রদান করা হয়। এসময় অনলাইনভিত্তিক নারী উদ্যোক্তারা উপস্থিত ছিলেন।