শাহ জাহান আলী মিটন : সাতক্ষীরায় সুষ্ঠ ও শান্তিপূর্ন পরিবেশে প্রথম দিনের এইচএসসি ও সমমান পরীক্ষা সম্পন্ন হয়েছে। রবিবার সারাদেশের ন্যায় সাতক্ষীরায় ও প্রথম দিনের পরীক্ষা সম্পন্ন হয়। রবিবার (৬ নভেম্বর) অনুষ্ঠিত এইচএসসি ও সমমান পরীক্ষার প্রথম দিনে অনুপস্থিত ছিল ৪২৪ জন পরীক্ষার্থী। এরমধ্যে আলিম পরীক্ষার্থী ১০০ জন ও ভোকেশনাল পরীক্ষার্থী ৫৯ জন অনুপস্থিত ছিল।সাতক্ষীরা জেলা প্রশাসকের সাধারণ শাখা থেকে জানা গেছে, জেলায় এইচএসসি পরীক্ষার্থীর সংখ্যা ১৫ হাজার ১৬৬ জন। এরমধ্যে আলিম পরীক্ষার্থী ১,৬০২ জন, ভোকেশনাল ১,৮৪৬ জন পরীক্ষার্থী রয়েছে।সাতক্ষীরায় ৩৯ টি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। এইচএসসি বাংলা প্রথম পত্রে ২৩টি কেন্দ্রে, ভোকেশনাল বাংলা দ্বিতীয় পত্র ৯ টি ও আলিম কুরআন মজিদ ৭ টি কেন্দ্রে পরিক্ষা অনুষ্ঠিত হয়।
পূর্ববর্তী পোস্ট